আলিপুরদুয়ার, 26 ফেব্রুয়ারি : এক নাবালিকাকে প্রথমে ধর্ষণ, তারপর খুন করে নদীর ধারে পুঁতে রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । নাম শম্ভু রায়(28) । আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের ভলকা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ।
মঙ্গলবার সন্ধ্যায় নাবালিকাকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে যায় ওই যুবক । তখন তার স্ত্রী বাড়িতে ছিল না । অভিযোগ, এই সুযোগে ওই নাবালিকাকে সে ধর্ষণ করে। তারপর গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে ৷ পরে রায়ডাক নদীর ধারে তার মৃতদেহ পুঁতে দেয় । ওই দিন রাতে বাড়ি না ফেরায় মেয়েকে খুঁজতে বের হয় ওই নাবালিকার মা । অভিযুক্ত ওই যুবককে জিজ্ঞাসা করা হলে সে তার মেয়েকে দেখেনি বলে জানায়। ইতিমধ্যেই বাড়িতে চলে আসে অভিযুক্তর স্ত্রী । নাবালিকার জুতো বাড়ির বারান্দায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তার । এদিকে নাবালিকার খোঁজ না পেয়ে থানায় যায় নাবালিকার পরিবার । শম্ভুর বিরুদ্ধে অভিযোগ জানায় নাবালিকার বাবা-মা । রাতেই অভিযোগের ভিত্তিতে শম্ভুকে গ্রেপ্তার করে বারোবিশা ফাঁড়ির পুলিশ ।