পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্তে লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়া উদ্ধার, ধৃত 2 - joygaon

ভারত-ভুটান সীমান্তে জয়গাঁর সুভাষপল্লী থেকে উদ্ধার হল ক্লাউডেড লেপার্ডের চামড়া । ধৃত দুই ।

recover_cluded_ leopard_skin
লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়া উদ্ধার

By

Published : Jan 12, 2020, 2:10 AM IST

Updated : Jan 12, 2020, 7:53 AM IST

আলিপুরদুয়ার, 12 জানুয়ারি : ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকার জয়গাঁ সুভাষপল্লী থেকে লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়া সহ গ্রেপ্তার হল দুই ভুটার নাগরিক । ধৃতদের নাম রাজ গোলে এবং খেমাল ছেত্রী । পাচারের জন্যই লুপ্তপ্রায় ওই লেপার্ডের চামড়া নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান পুলিশের ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল জয়ঁগায় যৌথ অভিযান চালায় বনদপ্তরের কোদালবস্তি রেঞ্জ ও SSB-53 ব্যাটেলিয়ন । সেখানে থেকে আটক করা হয় ক্লাউডেড লেপার্ডের চামড়াসহ রাজ ও খেমালকে । অভিযুক্তদের তুলে দেওয়া হয় মাদারিহাট থানার পুলিশের হাতে ।

লুপ্তপ্রায় এই ক্লাউডেড লেপার্ডের চামড়ার আন্তর্জাতিক বাজারদর লক্ষাধিক টাকা । বনদপ্তরের কোদালবস্তি রেঞ্জার ধীরজ কামি অনুমান করছেন, নেপালে পাচারের জন্যই চামড়া নিয়ে যাচ্ছিল ওই দু'জন ।

Last Updated : Jan 12, 2020, 7:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details