আলিপুরদুয়ার, 28 ফেব্রুয়ারি : NRC, CAA-র বিরোধিতা করে 'সংবিধান বাঁচাও, নাগরিকতা বাঁচাও' যাত্রা এসে পৌঁছাল আলিপুরদুয়ারে ৷ দিল্লির রাজঘাট থেকে অসমের ডিটেনশন সেন্টারের দিকে যাচ্ছে ওই প্রতিনিধি দল ৷ 23 ফেব্রুয়ারি যাত্রা শুরু হয়েছিল ৷ আজ অসম সীমান্তের শিমূলটাপু এসে পৌঁছাতেই ওই প্রতিনিধি দলকে আটকে দেয় অসম পুলিশ ।
দেশের সাত রাজ্যের 17 জন বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি বাস আজ অসম সীমান্তে এসে পৌঁছাল ৷ তাঁদের গন্তব্য অসমের গোয়ালপাড়া শরণার্থী শিবিরে ৷ দিল্লীর রাজঘাট থেকে 23 ফেব্রুয়ারি রওনা হয়ে এই প্রতিনিধি দলটি বিহার, উত্তরপ্রদেশ হয়ে বাংলায় প্রবেশ করে । 17 জনের এই দলটিতে দিল্লি, পঞ্জাব, গুজরাত, তামিলনাড়ু ,হরিয়াণা,হিমাচলপ্রদেশের প্রতিনিধিরা হাজির আছেন ।