পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিনগরে পুকুর খননের সময় উদ্ধার প্রাচীন অলংকার - আলিনগর

100 দিনের পুকুর খননের কাজ চলছিল এলাকায় ৷ গতকাল 10 ফুট নিচে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটি প্রাচীন মাটির হাড়ি ৷ সঙ্গে পাওয়া যায়, হাতের বালা ও বিভিন্ন প্রাচীন সামগ্রী । জিনিসগুলি কত পুরানো তা জানা যায়নি ৷ তবে, পুলিশ জিনিসগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ পরে সামগ্রীগুলি পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

Ancient ornament
প্রাচীন অলংকার

By

Published : Jan 19, 2020, 1:43 AM IST

Updated : Jan 20, 2020, 12:46 AM IST

আলিপুরদুয়ার , 19 জানুয়ারি : ফালাকাটার আলিনগরে বেশ কিছুদিন ধরেই চলছিল পুকুর খননের কাজ ৷ গতকাল মাটি খুঁড়তে গিয়ে ধাতব বস্তুর সঙ্গে ধাক্কা খাওয়ার আওয়াজ পায় এক কর্মী ৷ বুঝতে পারেন, মাটির তলায় কিছু রয়েছে ৷ আরও কিছুটা খোঁড়ার পর বেরিয়ে আসে মাটির হাড়ি-সহ বেশ কিছু ধাতব সামগ্রী ৷

ভালো করে নজর করতেই বোঝা যায়, ধাতব বস্তু দু'টি মহিলাদের হাতের বালা । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জটেশ্বর থানার পুলিশকে ৷ মাটির হাড়ি-সহ অলংকার দু'টি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ । আপাতত খননের কাজ বন্ধ রাখা রয়েছে ।

আলিনগরে পুকুর খননের সময় উদ্ধার প্রাচীন ধাতব সামগ্রী

প্রাচীন অলংকার উদ্ধারের খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য জ্যোতির্ময় রায় জানান, "এলাকায় 100 দিনের পুকুর খননের কাজ চলছিল । সেই সময় কর্মীরা প্রথমে দু'টি অলংকার দেখতে পায় । তারপর মাটির হাড়ি সহ বিভিন্ন প্রাচীন সামগ্রী বেরিয়ে আসে ।" পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোচবিহারের পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হবে । পরে সামগ্রীগুলি কত পুরানো তা পরীক্ষা করে দেখা হবে ৷

Last Updated : Jan 20, 2020, 12:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details