আলিপুরদুয়ার, 2 মার্চ: কম বয়সিদের কাছে তো বটেই, যে কোনও বয়েসের মানুষের কাছেই তিনি হতে পারেন দুর্দান্ত উদাহরণ৷ তিনি 76 বছরের যুবক অমূল্য নাথ৷ 2021 সালের মার্চে মাসে কানাডার টরেন্টোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভেটেরান অ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে চলেছেন বর্ষীয়ান অমূল্য়বাবু।
নতুন প্রজন্ম যখন মাঠ থেকে মুখ ফিরিয়ে স্মার্টফোনে নিজেদের বন্দী করে ফেলেছে। বয়স ত্রিশ পেরোতেই প্রেসার, সুগারের ওষুধের নাম মুখস্থ। তখন 76 বছর বয়সেও তিনি ওষুধ খান না। ওষুধ একটাই ৷ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সবুজ ঘাস, মুক্ত বাতাস। গায়ে দেশের জার্সি চাপিয়ে বেশি বয়সিদের বিশ্ব অ্যাথেলেটিক্স খেতাব জয়ের লক্ষ্যে অমূল্য নাথের প্রস্তুতি এখন তুঙ্গে। অদম্য ইচ্ছেশক্তি ও অপরাজেয় মানসিকতার কাছে বয়স হার মেনেছে ৷ অমূল্য নাথের কাছে বয়স একটা সংখ্যা মাত্র।
চলতি বছরে বিশ্ব মাস্টার্স অ্যাথেলেটিক্স প্রতিযোগিতায় হাই জাম্প, ট্রিপল জাম্প আর পোল ভোল্টের মতো কঠিন তিন বিভাগে অংশগ্রহণ করতে চলেছেন তিনি। যার প্রস্তুতিতে প্রতিদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে চলছে অমূল্য নাথের অনুশীলন। কীভাবে মিলল ওয়ার্ল্ড ভেটেরান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ ?
অমূল্যবাবু আলিপুরদুয়ার রেল বয়েজ হাইস্কুলের শিক্ষকতা করতেন ৷ অবসর নিয়েছেন বছর 15 আগে। খেলাধুলার শখ ছোটবেলা থেকে। অবসরের পর স্বাস্থ্য ধরে রাখতে প্রতিদিন মাঠে যেতেন। এর মধ্য়ে সম্প্রতি মণিপুরের ইম্ফলে খুমানলম্পক স্টেডিয়ামে মাস্টার্স অ্যাথেলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া আয়োজিত 41তম সারা ভারত ভেটেরান অ্যাথলেটিক্স মিটে দুটি বিভাগে পদক জেতেন। ফেব্রুয়ারি মাসের 9 থেক 14 তারিখ পর্যন্ত ছিল সেই প্রতিযোগিতা। 35-100 বছর বয়স বিভাগে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা। যেখানে সবচেয়ে বেশি বয়সি প্রতিযোগী ছিলেন আলিপুরদুয়ার শহরের 1 নম্বর অসম গেটের বাসিন্দা অবসর প্রাপ্ত শিক্ষক অমূল্য নাথ। সকলকে অবাক করে হাইজাম্প ও ট্রিপল জাম্পে ব্রোঞ্জ পদক জিতে নেন তিনি। এরপরই মেলে বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের ছাড়পত্র।
76 বছরের অ্যাথলিটের সাফল্যে উচ্ছ্বসিত আলিপুরদুয়ার জেলা । অমূল্যবাবুর সাফল্যে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে খুশির হাওয়া। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলা এলাকার বর্ষীয়ান অ্যাথলিটকে যাবতীয় সহযোগিতা করবেন বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলার ক্রীড়াসংস্থার কর্মকর্তারাও।
আলিপুরদুয়ার জেলা ক্রীড়াসংস্থার চেয়ারম্যান সঞ্চয় ঘোষ বলেন, "অমূল্যবাবুর সাফল্য জেলাকে গর্বিত করেছে। উনি 2021 সালে কানাডার টোরন্টোতে ওয়ার্ল্ড ভেটেরান চাম্পিয়নশিপে অংশগ্রহণের ডাক পেয়েছেন। ওঁর যা যা সাহায্য দরকার জেলা ক্রীড়া সংস্থার তরফে তা করা হবে। "