আলিপুরদুয়ার, 5 সেপ্টেম্বর : 16 সেপ্টেম্বর থেকে খুলছে উত্তরবঙ্গের সবকটি জঙ্গল । তবে পর্যটকদের ভ্রমণে কতটা ছাড় দেওয়া হবে ? প্রশ্নটি পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের । যদিও আজ রাজ্যের বনমন্ত্রীর আশ্বাসে স্বস্তির নিশ্বাস পর্যটন মহলে । কোরোনা পরিস্থিতির জেরে টানা তিনমাস বন্ধ থাকার পর 16 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত জঙ্গল খোলার কথা ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷
তিনি বলেন, "পর্যটকদের জন্য স্বাস্থবিধি মেনে জঙ্গলের কিছু এলাকা খুলে দেওয়া হবে । উত্তরের বক্সা, জলদাপাড়া, গোরুমারার জঙ্গলে জিপ সাফারি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় । সব দিক বাঁচিয়ে কীভাবে জিপ সাফারি শুরু করা যায়, জঙ্গলে প্রবেশ ও বাইরে বেরোনোর ক্ষেত্রে কী কী প্রোটোকল থাকবে, তা নিয়ে বনকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে ।" ইতিমধ্যেই উত্তরবঙ্গে সব বনকর্তার সঙ্গে বৈঠক করেছেন বনমন্ত্রী । বৈঠকেই প্রাথমিকভাবে জঙ্গল খুলে দেওয়া এবং পর্যটকদের জঙ্গলে প্রবেশ করতে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় । তবে এবিষয়ে আজ চূড়ান্ত সিলমোহর দিল পর্যটন বিভাগ ।