আলিপুরদুয়ার , 11 জুন : আগামী শনিবার থেকে টানা 90 দিন বন্ধ থাকবে উত্তরবঙ্গের 'হটস্পট' আলিপুরদুয়ারের জলদাপাড়া অভয়ারণ্যের দরজা । এর জেরে 2019 এর পুরো পর্যটন মরশুমটাই বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে আলিপুরদুয়ারের পর্যটন শিল্প ।
দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের উত্তরের আর্থিক পরিকাঠামো পুরোপুরি পর্যটন নির্ভর । উত্তরের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারও এর ব্যতিক্রম নয় । ডুর্য়াসের পর্যটন শিল্পকে নিয়ে বরাবরই আশাবাদী আলিপুরদুয়ারের পর্যটন দপ্তর । সেই ডুর্য়াস থেকে এবারে তাদের আয় কমেছে ।