আলিপুরদুয়ার, 7 মে: এবার থেকে মাস্ক না পরে রাস্তায় বেরোলেই গ্রেপ্তার করা হবে। আর আজ মাস্ক না পরার শাস্তি হিসেবে 15 জন শহরবাসীকে আটক করে তাঁদের দিয়েই একঘণ্টাধরেসচেতনতা প্রচার চালাল আলিপুরদুয়ার জেলা পুলিশ।
গ্রিন জ়োন হওয়ায় লকডাউনের নিয়ম কিছুটা শিথিল আলিপুরদুয়ারে । সেই সুযোগ নিতে দেখা যায় অনেককে । রাস্তায় বেরোনো অনেকের মুখেই মাস্ক নেই। অন্যদিকে লকডাউন শিথিল হতেই মোটরবাইক নিয়ে অকারণে রাস্তায় নেমে পড়েছে অনেকে । এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবার কড়া মনোভাব দেখাল আলিপুরদুয়ার পুলিশ-প্রশাসন। বৃহস্পতিবার জেলা সদরে সকাল 10 টা অভিযান চালায় পুলিশ। দু'ঘণ্টায় 15 জনকে আটক করা হয়। আর আজ মাস্ক না পরায় যে ব্যাক্তিদের আটক করা হয়, শাস্তি স্বরূপ তাঁদের দিয়েই টানা প্রায় একঘণ্টা সচেতনতা প্রচার চালানো হয়। পুলিশের নির্দেশ অক্ষরে অক্ষরে পালনও করেন তাঁরা।