পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাজারে ভিড় নিয়ন্ত্রণে উদ্যোগ মহকুমা শাসকের - Lockdown

বাজারগুলিতে ভিড় এড়াতে এবার বাড়ি বাড়ি সবজি ও কাঁচামাল সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত আলিপুরদুয়ার পৌরসভা ৷ সঙ্গে টোটোয় করে সবজি বিক্রিও শুরু করল তারা ৷

বাজারে ভিড় নিয়ন্ত্রণে উদ্যোগ মহকুমা শাসকের
বাজারে ভিড় নিয়ন্ত্রণে উদ্যোগ মহকুমা শাসকের

By

Published : Apr 12, 2020, 7:27 PM IST

আলিপুরদুয়ার, 12 এপ্রিল : লকডাউনে পৌর এলাকার বাজারগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নিলেন আলিপুরদুয়ার মহকুমা শাসক ৷ সরকার নির্ধারিত মূল্যে 20টি ওয়ার্ডে সবজি বিক্রি শুরু করল আলিপুরদুয়ার পৌরসভা ৷

লকডাউন সফল করতেই পৌরসভার এই উদ্যোগ বলে জানান আলিপুরদুয়ারের মহকুমা শাসক শ্রী রাজেশ ৷ তিনি বলেন, 20টি সেল্ফ হেল্প গ্রুপের সাহায্য নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বাজার ও কাঁচামাল ৷ লকডাউনে বাজারগুলোতে ভিড় উপচে পড়ার ছবি নজরে এসেছে জেলা প্রশাসনের ৷ আর তাই একে একে প্রথমে পৌরসভা, পরে গ্রাম পঞ্চায়েত ও ব্লকে ব্লকে এই উদ্যোগ নেওয়া হবে ৷

আজ বেলা 12টায় আলিপুরদুয়ার পৌরসভার সামনে থেকে 20টি টোটো করে মহিলারা সবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌরসভার বাড়ি বাড়ি পৌঁছে দেন ৷ মাইকে প্রচার করেও চলে সবজি বিক্রি ৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা, মহকুমা শাসক শ্রী রাজেশ, বিধায়ক সৌরভ চক্রবর্তী ও জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী-সহ আরও অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details