পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার পৌর এলাকা - আলিপুরদুয়ারের খবর

গতরাতে টানা বৃষ্টির কারণে আলিপুরদুয়ার পৌরসভার বিস্তীর্ণ এলাকায় রাস্তায় জল জমে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিকাশি নালা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় । যাতায়াতে সমস্যা হয় ৷

Alipurduar municipal area is submerged due to rain
রাতভর বৃষ্টিতে ভাসল আলিপুরদুয়ার পৌর এলাকা

By

Published : Jun 6, 2020, 6:39 PM IST

আলিপুরদুয়ার, 6 জুন : টানা বৃষ্টির জেরে আজ সকালে পৌরসভার বিস্তীর্ণ এলাকায় জল দাঁড়িয়ে যায় । পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড , সম্মিলনী ,নিউটাউন এলাকায় রাস্তা ঘাট দীর্ঘক্ষণ জলের নিচে ডুবে থাকে । এছাড়াও পৌর এলাকার 3, 7, 10,13, 14, 18,19, 20 নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে ।

আলিপুরদুয়ার পৌরসভাবাসীর একাংশের অভিযোগ, পৌর এলাকায় নিকাশি নালা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় । ফলে মানুষের ভোগান্তি চরমে ওঠে । এছাড়াও শহরের নিকাশি নালা দখল করে একের পর এক ইমারত গড়ে ওঠায় বন্ধ হয়ে গেছে সমস্ত নিকাশি নালা । নিকাশি নালার বেহাল অবস্থায় বৃষ্টির জল দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে শহরের বিভিন্ন ওয়ার্ডগুলোতে ।

রাতভর বৃষ্টিতে ভাসল আলিপুরদুয়ার পৌর এলাকা

আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী পৌর এলাকায় নিকাশি নালা সংস্কারের জন্য মাস্টার প্ল্যানের কথা বললেও আজও তা বিশবাঁও জলে । রাজ্য এখনও বর্ষা প্রবেশ করেনি । নিম্নচাপের জেরে এই বৃষ্টি । তাতেই শহরের যা হাল তাতে আসন্ন বর্ষায় মানুষের ভোগান্তি চরমে উঠবে বলে মনে করছে শহরের মানুষ ।

আলিপুরদুয়ার শহরের পৌরসভার এক বাসিন্দা সায়ন্তন পাল বলেন, রাতের বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে গেছে । বেশ ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে । শহরের নিকাশি নালা সংস্কার করা প্রয়োজন ।

আলিপুরদুয়ার পৌরসভার বিদায়ি চেয়ারম্যান আশিস দত্ত বলেন, "শহরের এই সমস্যা দীর্ঘদিনের । এরজন্য মাস্টার প্ল্যান করা হচ্ছে । তবে বাম জমানায় শহরে নিকাশি নালা দখল করে যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে সেগুলো আর দখলমুক্ত করা যায়নি ।"

ABOUT THE AUTHOR

...view details