পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চা বাগান ইশুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আলিপুরদুয়ারের সাংসদের - John Barla

চা বাগান সমস্য়া নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন আলিপুরদুয়ারের সাংসদ ৷ প্রায় আধ ঘণ্টা কথা হয় দু'জনের মধ্যে ৷

Alipurduar
নরেন্দ্র মোদি ও জন বার্লা

By

Published : Mar 3, 2020, 7:56 AM IST

আলিপুরদুয়ার, 3 মার্চ : উত্তরের চা বলয়ে রাজ্য পুলিশের লাগামহীন সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রীকে নালিশ জানালেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা ৷ পাশাপাশি নরেন্দ্র মোদির কাছে কেন্দ্রীয় টি বোর্ডের আমলাদের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি । উত্তরের চা বলয়ের হাল-হকিকত জানতে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় তাঁর দপ্তরে তলব করেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকে ৷

গতকাল বেলা 11.45 নাগাদ প্রধানমন্ত্রী সাংসদকে ডেকে উত্তরবঙ্গের পাহাড়, তরাই এবং ডুয়ার্সের চা বাগানের বর্তমান সমস্যার কথা জানতে চান । বন্ধ চা বাগানের বিষয়ে কথা হয় তাঁদের মধ্যে ৷ পাশাপাশি চা বাগানের পরিস্থিতি, বাগানে শ্রমিকদের সমস্যা, শ্রমিক অসন্তোষের কারণ, মজুরি সংক্রান্ত বিষয়ের খোঁজ নেন প্রধানমন্ত্রী । গতকাল প্রায় আধা ঘণ্টা কথা হয় দু'জনের ৷

সাংসদ জানিয়েছেন, "গতকাল দুপুরে প্রধানমন্ত্রী আমাকে তাঁর দপ্তরে ডাকেন । তিনি তরাই, ডুয়ার্স এবং পাহাড়ের চা বাগানের সমস্যার কথা জানতে চান ।" চা বাগান ইশু নিয়ে প্রধানমন্ত্রী কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন তিনি ৷ বলেছেন, "রাজ্য সরকার চা বলয়ে কোনও কাজ করছে না । উলটে চা বাগানে রাজ্য সরকারের পুলিশি অত্যাচার বেড়েছে ৷ একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে । বাগান মালিকদের আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার । সে কারণে বিনা অজুহাতে, বিনা বাধায় বাগান বন্ধ করে দিয়ে পালিয়ে যাচ্ছে একের পর এক বাগান কর্তৃপক্ষ । অথচ তাদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ করছে না রাজ্য সরকার ৷ "

প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে চা বলয়ের ভোট ব্যাঙ্কের দৌলতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারের আসনে তৃণমূলের থেকে বিশাল সংখ্যক ভোটের ব্যবধানে জয় পেয়েছে BJP । তারপর থেকেই চা বলয়ে পুলিশের অত্যাচার বেড়েছে বলে অভিযোগ করেন জন বার্লা । একইসঙ্গে কেন্দ্রীয় টি বোর্ডের আমলাদের বিরুদ্ধেও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন আলিপুরদুয়ারের সাংসদ ।

ABOUT THE AUTHOR

...view details