পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংকট জেনে রক্ত দিলেন SP-সহ 50 পুলিশ - corona

লকডাউনে জেলায় রক্তের সংকট কমাতে শিবিরের আয়োজন করল আলিপুরদুয়ার জেলা পুলিশ ৷ সেখানে 49জন পুলিশ কর্মীর সঙ্গে রক্ত দিলেন পুলিশ সুপারও ৷

সংকট জেনে রক্ত দিলেন SP-সহ 50 পুলিশ
সংকট জেনে রক্ত দিলেন SP-সহ 50 পুলিশ

By

Published : Apr 1, 2020, 8:50 PM IST

আলিপুরদুয়ার, 1 এপ্রিল : লকডাউনে রাজ্যের সংকটময় পরিস্থিতিতে পুলিশের মানবিক দিকে উঠে এল সকলের কাছে ৷ রাজ্যের জেলায় জেলায় রক্ত সংকট দেখা দিয়েছে ৷ তাই শিবিরে গিয়ে পুলিশ লাইনের কর্তব্যরত পুলিশদের সঙ্গে রক্তদান করলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি ৷

লকডাউন কার্যকর করতে 24 ঘণ্টা কাজ করে চলেছেন জেলা পুলিশ কর্মীরা ৷ তাই তাঁদের উৎসাহিত করতে পুলিশ সুপার নিজেও আজ রক্তদান করলেন ৷ লকডাউনের ফলে জেলাজুড়ে বন্ধ হয়েছে রক্তদান শিবির ৷ ফলে ব্লাড ব্যাঙ্কে রক্তের ভান্ডার তলানিতে এসে ঠেকেছে ৷ জেলায় এই রক্ত সংকট মেটাতে এগিয়ে এল আলিপুরদুয়ার জেলা পুলিশ লাইনের কর্তব্যরত পুলিশ ৷ আজ বিকেল পাঁচটা নাগাদ একটি বেসরকারি ভবনে জেলা পুলিশ লাইনের 50জন পুলিশ রক্তদান করেন ৷

আলিপুরদুয়ার জেলা হাসপাতল সুপার চিন্ময় বর্মন বলেন, কোরোনার জেরে জেলা হাসাপাতালে রক্তের ভান্ডার তলানিতে ৷ হাসপাতালে ভরতি রোগীদের প্রয়োজনীয় রক্ত দেওয়া যাচ্ছে না ৷ পুলিশের এই রক্তদান শিবিরের মাধ্যমে কিছুটা হলেও ঘাটতি কমবে বলে আশাবাদী তিনি ৷ অমিতাভ মাইতি বলেন, "পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই ৷ সকলের প্রচেষ্টায় এই শিবিরের আয়োজন করা হয়েছিল ৷ মানুষের বিপদে পুলিশের এই রক্তদান শিবির কাজে আসবে ৷"

ABOUT THE AUTHOR

...view details