আলিপুরদুয়ার, 2 নভেম্বর : কেবল মাত্র উত্তরবঙ্গের সাত জেলা কিংবা রাজ্যর মধ্যেই সীমাবদ্ধ নয়। কোরোনা পরিস্থিতিতে দেশের মধ্যেও 100 দিনের কাজে সেরার শিরোপা পেল আলিপুরদুয়ার জেলা।
2019 সালে একশো দিনের কাজে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সেরার তকমা পেয়েছিলো নতুন জেলা আলিপুরদুয়ার। প্রশাসনের তরফে সোমবার যে তথ্য তুলে ধরা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২০২০-২১ সালে ইতিমধ্যেই আলিপুরদুয়ারে ১,১০,০০,৪১৬ শ্রমদিবস তৈরি হয়েছে। যদি গ্রাম পঞ্চায়েত হিসেবে ধরা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি পঞ্চায়েতে ১,৭০,৯৫২ শ্রমদিবস ছিল। ১০২.০৫ শতাংশ পর্যন্ত পৌঁছে গেছে লেবার বাজেট। এটাও একটা রেকর্ড। পাশাপাশি যদি প্রতি গ্রাম পঞ্চায়েতের পরিবার সংখ্যা বিবেচনায় রাখা হয়, তাহলে দেখা যাচ্ছে এবার প্রতি পঞ্চায়েতে ৩৮০৪ টি বাড়িতে কাজ পৌঁছে গেছে। যা গোটা দেশের মধ্যে রেকর্ড। গড়ে প্রতি বাড়িতে প্রায় ৪৫ দিন কাজ দেওয়া গিয়েছে। ২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত প্রায় ৩৫০ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে ১০০ দিনের কাজের সঙ্গে জড়িতদের হাতে। আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, জেলা ও ব্লক প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মিলিত উদ্যোগে তাঁঁরা সফল হয়েছেন। ধারাবাহিকভাবে এই সফলতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
100 দিনের কাজে দেশের মধ্যে প্রথম আলিপুরদুয়ার - 100 days work
2019 সালে একশো দিনের কাজে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সেরার তকমা পেয়েছিল নতুন জেলা আলিপুরদুয়ার। প্রশাসনের তরফে সোমবার যে তথ্য তুলে ধরা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২০২০-২১ সালে ইতিমধ্যেই আলিপুরদুয়ারে ১,১০,০০,৪১৬ শ্রমদিবস তৈরি হয়েছে।
১০০ দিনে প্রথম আলিপুরদুয়ার
আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসনকে। তিনি বলেন, আলিপুরদুয়ার নতুন জেলা। জেলা প্রশাসন যে মানুষের কাজ করছে তা আর একবার প্রমাণিত হল। কোভিড পরিস্থিতিতে যখন মানুষের হাতে অর্থ কম তখন ১০০ দিনের কাজে সাফল্য খুবই আনন্দিত। বিধায়ক বলেন ১০০ দিনের কাজে দেশের মধ্যে আমাদের জেলা প্রথম এটাই গর্বের বিষয়।