পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের সতর্কতা জারি - ALIPURDUAR

রাজ্যের প্রান্তিক জেলা আলিপুরদুয়ার সংলগ্ন ভুটানের থিম্পু শহরে মিলেছে আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের উপসর্গ । সতর্কতা জারি করা হয়েছে সীমান্তবর্তী শহর জয়গাঁতে । ইতিমধ্যেই শুয়োর বেচা-কেনা ও পালন করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । করোনার জেরে ইতিমধ্যেই বন্ধ রয়েছে ভারত- ভুটান সীমান্ত ।

ALIPURDUAR
করোনা ও ব্ল্যাক ফাংগাসের ভয়াবহ প্রকোপের মাঝেই রাজ্যে আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের সতর্কতা জারি হল

By

Published : May 28, 2021, 10:04 PM IST

আলিপুরদুয়ার,২৮ মে: রাজ্যের প্রান্তিক জেলা আলিপুরদুয়ার সংলগ্ন ভুটানের থিম্পু শহরে মিলেছে আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের উপসর্গ । সতর্কতা জারি করা হয়েছে সীমান্তবর্তী শহর জয়গাঁতে । ইতিমধ্যেই শুয়োর বেচা-কেনা ও পালন করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । করোনার জেরে ইতিমধ্যেই বন্ধ রয়েছে ভারত-ভুটান সীমান্ত । এরই মাঝে ভুটানের ফুন্টশিলিং শহরে মিলেছে আফ্রিকান সোয়াইন ফ্লুর উপসর্গ । সীমান্তবর্তী শুয়োরের খামারগুলি থেকেই এই ভাইরাস ছড়িয়েছে বলে অনুমান ভুটান সরকারের । গত 25 মে আলিপুরদুয়ারের জেলাশাসককে এবিষয়ে অবগত করা হয় ভুটান সরকারের পক্ষ থেকে । তারপরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন । ভুটান সীমান্তবর্তী এলাকায় শুয়োর পালন যাঁরা করছেন তাঁদের সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে ।

করোনা ও ব্ল্যাক ফাংগাসের ভয়াবহ প্রকোপের মাঝেই রাজ্যে আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের সতর্কতা জারি হল

শুক্রবার এই বিষয়ে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন‍্যাতে জেলার সমস্ত আধিকারিকদের সঙ্গে এক বৈঠকও করেন আলিপুরদুয়ারের জেলাশাসক । জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির এক্সিকিউটিভ অফিসার ভূষণ শেরপা সাংবাদিকদের বলেন, ‘‘চলতি মাসের 25 তারিখ ভুটান সরকারের পক্ষ থেকে আলিপুরদুয়ারের জেলাশাসককে আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের বিষয়ে জানানো হয়। সেইমতো জেলাশাসক বিষয়টি নিয়ে সতর্ক করেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটিকে।’’

আরও পড়ুন: যশের প্রভাবে বৃষ্টি, মেখলিগঞ্জে তিস্তার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে মন্ত্রী

এরপর থেকে জয়গাঁ ও পাশ্ববর্তী এলাকায় শুয়োরের মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । কেউ প্রশাসনের চোখে ধুলো দিয়ে একাজ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভূষণ শেরপা । শুয়োরের খামারের মালিকদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বলা হয়েছে । আগামীকাল থেকে এই আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের সংক্রমণ থেকে রক্ষা পেতে সীমান্তবর্তী শহর জয়ঁগা ও তার পার্শবর্তী এলাকায় শুয়োরদের ভ্যাকসিন দেওয়া হবে । কেননা এই সমস্ত এলাকাতেই অধিকাংশ শুয়োরের খামার রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details