আলিপুরদুয়ার, 28 মে: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে সোয়াব টেস্টের রিপোর্ট আসতে দেরি হওয়ায় আলিপুরদুয়ারের একটি কোয়ারানটিন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল চার ব্যক্তিকে। গতকাল রিপোর্ট আসতে দেখা যায় তাঁরা কোরোনায় আক্রান্ত। মাথায় হাত পড়ে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীদের। তড়িঘড়ি তাঁদের COVID হাসপাতালে ভরতি করা হয়েছে। জেলায় বেড়েছে কোরোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা।
কোয়ারানটিন সেন্টার থেকে মুক্তি পেয়ে এলাকায় দেদার ঘুরেছেন ওই চার কোরোনা আক্রান্ত। গতরাতে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে কোয়ারানটিন সেন্টার থেকে ছুটি পাওয়া ওই চার ব্যক্তির সোয়াব টেস্টের রিপোর্ট আসে। রিপোর্ট দেখে জেলা স্বাস্থ্য বিভাগের কর্তাদের চক্ষু ছানাবড়া। চারজনের দেহেই কোরোনা পজিটিভ ধরা পড়েছে। গ্রিন জ়োন আলিপুরদুয়ারে চারজনের দেহে কোরোনা সংক্রমণ ধরা পড়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলায় । সংক্রমিত চারজনের থেকে এবার সংক্রমণের যাত্রা শুরু বলে বলে আশঙ্কা করছেন আলিপুরদুয়ারবাসী। আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্ত চার ব্যক্তিই ফালাকাটার বাসিন্দা। তাঁরা ফালাকাটার জটেশ্বর কোয়ারানটিন সেন্টারে ছিলেন।