আলিপুরদুয়ার, 8 জুন :প্রতিবাদ করলেই আটকে রাখা হত ঘরে, দেওয়া হত না খেতে । উঠছে গায়ে গরম চা ছুড়ে দেওয়ারও অভিযোগ ৷ বেশ কিছুদিন ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও র্যাগিংয়ের অভিযোগ তুলে অবশেষে মুখ্যমন্ত্রীর সফরকালেই নার্সিং প্রশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রশিক্ষণরতরা । ঘটনাস্থল আলিপুরদুয়ার জেলা হাসপাতালের অন্তর্গত নার্সিং স্কুল ৷ মঙ্গলবার আলিপুরদুয়ারের কর্মিসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরই অভিযুক্ত ওই নার্সিং প্রশিক্ষককে বদলি করা হল (Accused instructor in Alipurduar Govt nursing school transfers after misbehaving with trainees) ৷
সোমবার থেকে মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ারে সফরকালেই জেলা হাসপাতালের নার্সিং প্রশিক্ষণ স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন ওই হাসপাতালেরই প্রশিক্ষণরত নার্সরা । জেলা হাসপাতালের প্রশিক্ষণ বিদ্যালয়ের সিনিয়র সিস্টার পিয়ালী কুণ্ডু সরকার ছাত্রীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন অভিযোগ । পাশাপাশি প্রশিক্ষণরত ছাত্রীদের শাস্তির নাম করে তাদের ঘরে আটকে রাখা ও গায়ে চা ছুড়ে দেওয়া-সহ একাধিক অভিযোগে সরব হন প্রশিক্ষণরত নার্সরা । এমনকি সোমবার এই নিয়ে নার্সিং প্রশিক্ষককে ঘেরাও করেও রাখা হয় । এরপর মঙ্গলবার মিছিল করে ছাত্রীরা মুখ্যমন্ত্রীর সভাস্থলে তাঁদের অভিযাগ জানাতে আসার চেষ্টা করেন । এরই মধ্যে বদলির খবর আসে অভিযুক্ত প্রশিক্ষকের ।