কালচিনি (আলিপুরদুয়ার), 27 এপ্রিল: আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির জন বার্লা ৷ তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে দলের কর্মসূচি থেকে বারবার তাঁকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কার্যত এভাবেই তিনি এদিন লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন বিজেপির বিরুদ্ধে ৷ জন বার্লার বিরুদ্ধে অভিষেকের অভিযোগ, ‘‘আলিপুরদুয়ারের সাংসদের আচ্ছে দিন এসেছে । তাঁর বাড়ি হয়েছে । মল হচ্ছে ।’’
তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে এখন উত্তরবঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার তিনি ছিলেন আলিপুরদুয়ারে ৷ সেখানে দু’টি জনসভা করেন তিনি ৷ প্রথম জনসভা করেন কুমারগ্রামে ৷ পরবর্তী জনসভা করেন কালচিনিতে ৷ দু’টি জায়গাতেই তিনি নিশানা করেন জন বার্লাকে ৷ তিনি বলেন, ‘‘আগামিদিনে ভোট হলে উন্নয়নের নিরিখে ভোট হবে । আচ্ছে দিন আসবে বলেছিল । সেটা কী হয়েছে ? আচ্ছে দিন সাংসদের হয়েছে ।’’
আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কদের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি ৷ অভিষেকের কথায়, আলিপুরদুয়ারের পাঁচজন বিধায়ক বিধানসভা যান ওয়াক আউট করে চলে আসে । একই সঙ্গে রাজ্য়ের অন্য সাংসদদের বিরুদ্ধেও সরব হয়েছেন অভিষেক ৷ তাঁর দাবি, বিজেপির সাংসদরা একদিনও মানুষের পাশে দাঁড়াননি । এরাই বাংলার টাকা আটকে রেখেছে ৷ এঁদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে ।