আলিপুরদুয়ার, 8 এপ্রিল: চা শ্রমিকের পিএফ বা ভবিষ্যনিধি সংক্রান্ত সমস্য়া নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ দিলেন 2 মাসের 'আল্টিমেটাম' ! তাঁর সাফ কথা, এই 2 মাসের মধ্যেই বাংলার চা শ্রমিকদের পিএফ সমস্যা মেটাতে হবে ৷ তা না হলে নিজেই আন্দোলনে নামবেন তিনি ৷ একইসঙ্গে, রাজ্যের শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আশ্বাস, পরবর্তী ত্রিপাক্ষিক বৈঠকের এক সপ্তাহের মধ্যেই বাড়বে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৷
শনিবার আলিপুরদুয়ারের বাবুর হাটে জনসভা করেন অভিষেক ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে এই সভা থেকে সরাসরি বিজেপি ও কেন্দ্রকে নিশানা করেন তিনি ৷ 100 দিনের কাজের মতো একেবারে গ্রামভিত্তিক বিষয়কে সামনে এনে আন্দোলনের নয়া রণকৌশল স্থির করে দেন ৷ তবে, ডুয়ার্সের ভোটারদের একটা বড় অংশই হলেন চা বাগানের শ্রমিক ৷ তাই 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি চা শ্রমিকদের পিএফ সমস্য়াকেও হাতিয়ার করেন অভিষেক ৷
এদিনের সভা থেকে অভিষেক বলেন, চা শ্রমিক পিএফ নিয়ে সমস্য়া রয়েছে ৷ এই বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রের আওতাধীন ৷ তবুও তিনি এ নিয়ে লড়াই করবেন বলে জানান অভিষেক ৷ তাঁর স্পষ্ট কথা, "2 মাস সময় দিচ্ছি ৷ এই 2 মাসের মধ্য়ে চা শ্রমিকদের পিএফ সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস ৷ প্রয়োজনে আমি নিজে 50 হাজার লোক নিয়ে জলপাইগুড়ির পিএফ অফিস ঘেরাও করব ৷"
এর পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনের আগেই চা শ্রমিকদের মজুরি বাড়ার আশা দেখিয়েছেন অভিষেক ৷ তিনি নিজে রাজ্য সরকার বা প্রশাসনের অংশ না হলেও অভিষেক জানান, আগামী 12 এপ্রিল শিলিগুড়িতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে ৷ সেই বৈঠকে রাজ্যের শ্রম দফতর, বাগানগুলির মালিক পক্ষ এবং চা শ্রমিকদের প্রতিনিধিরা থাকবেন ৷ সেই বৈঠকের সাতদিনের মধ্যেই চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়বে ৷ একইসঙ্গে, অভিষেক মনে করিয়ে দেন, আগে চা শ্রমিকদের রোজের মজুরি ছিল মাত্র 67 টাকা ৷ কিন্তু, বর্তমান সরকারের আমলে দফায় দফায় বেড়ে তা হয়েছে 232 টাকা ৷