আলিপুরদুয়ার, 8 এপ্রিল: একশো দিনের কাজের বকেয়া আদায়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে তিনি নিজে এই চিঠি লিখবেন না ৷ বরং চিঠি লেখাবেন সেই সব মানুষদের দিয়ে, যাঁরা একশো দিনের কাজ করেও এখনও টাকা পাননি কেন্দ্র বকেয়া না দেওয়ায় ৷ শনিবার আলিপুরদুয়ারে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেই সভা থেকে তিনি এই ঘোষণা করেন ৷
তিনি বলেন, "16 এপ্রিল থেকে আমাদের কর্মীরা 1.38 কোটি পরিবারের কাছে পৌঁছাবে, যাঁরা কোনও প্রকল্পে (একশো দিনের কাজের অধীনে) নিযুক্ত হতে পারেননি । আমরা তাঁদের স্বাক্ষরিত চিঠিগুলি সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব ও একমাসের মধ্যে কেন্দ্রে এই ধরনের এক কোটিরও বেশি চিঠি পাঠাব ।" তাঁর আরও বক্তব্য, বাংলায় একশো দিনের কাজের টাকা না দিয়ে বিজেপি মানুষের উপর বঞ্চনা করছে ৷ তৃণমূল এর বিরুদ্ধে লড়াই করবে ৷ তাঁর দাবি, 2021 সালের ভোটে হেরে যাওয়ার প্রতিশোধ নিচ্ছে বিজেপি ৷
প্রসঙ্গত, একশো দিনের কাজের বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন ৷ দু’বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি পেশ করে এসেছেন ৷ সম্প্রতি এই ইস্যুতে সরব হয়েছেন অভিষেকও ৷ তিনি গত বুধবার হাজির হয়েছিলেন নয়াদিল্লির কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে ৷ তৃণমূলের 25 জন সাংসদকে নিয়ে তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন ৷
কিন্তু সেদিন গিরিরাজের সঙ্গে তাঁর দেখা হয়নি ৷ তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ফিরে আসেন ৷ পরে তিনি জানান, কেন্দ্র বকেয়া অর্থ না দিল্লি বঞ্চিত পরিবারগুলিকে দিল্লিতে নিয়ে এসে আন্দোলন করবেন ৷ এদিন কার্যত সেই কর্মসূচির প্রাথমিক পর্যায়ের ঘোষণা করে দিলেন তিনি ৷