পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek wants Peaceful Polls: বাংলার নির্বাচনে রক্তপাতের ইতিহাস বদল করতে চান, কুমারগ্রামে জানালেন অভিষেক

তৃণমূলের নবজোয়ার কর্মসূচি উপলক্ষ্যে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কুমারগ্রামে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি জানান, বাংলার নির্বাচনে রক্তপাতের ইতিহাস বদল করতে চান ৷

Abhishek wants Peaceful Polls
Abhishek wants Peaceful Polls

By

Published : Apr 27, 2023, 1:52 PM IST

Updated : Apr 27, 2023, 2:14 PM IST

কুমারগ্রাম (আলিপুরদুয়ার), 27 এপ্রিল: নির্বাচনের সময় বাংলার বিভিন্ন প্রান্তে যে রক্তপাতের ঘটনা ঘটে, সেই পরিস্থিতির বদল করতে চান অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কুমারগ্রামের সভা থেকে এই কথাই বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ এদিন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিবেকানন্দ ক্লাবের মাঠে জনসভা করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, ‘‘প্রত্যেকবার গ্রামবাংলায় নির্বাচনকে কেন্দ্র করে রক্তপাত হয়, আমরা তার পরিবর্তন চাইতে এসেছি ৷’’

প্রসঙ্গত, গত মঙ্গলবার কোচবিহার থেকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই কারণে জেলায় জেলায় জনসংযোগ করবেন অভিষেক ৷ সেই জনসংযোগে কোচবিহারে কাটানোর পর বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৷ জনসভা করেন ৷ সেই জনসভা থেকে রক্তপাতহীন নির্বাচনের কথা বলেন অভিষেক ৷

পঞ্চায়েত হোক কিংবা, বিধানসভা-লোকসভা, বাংলায় ভোট হলেই সন্ত্রাসের অভিযোগ ওঠে ৷ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মারামারির অভিযোগ ওঠে ৷ অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে ৷ বিরোধীরা সবসময় এই নিয়ে কাঠগড়ায় তুলেছে বাংলার শাসক দলকে ৷ গত 12 বছরে এই অভিযোগে বারবার বিদ্ধ হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে ৷ যদিও অভিষেকের দাবি, নির্বচনে সন্ত্রাসের এই পরিস্থিতি শুরু হয়েছে 1972 সালের পর থেকে ৷ প্রথমে কংগ্রেস ও পরে বাম আমলে নির্বাচনের সময় সন্ত্রাসের সংস্কৃতি ক্রমশ বাড়তে থাকে ৷

এর পরই তিনি বলেন, ‘‘প্রত্যেকবার গ্রামবাংলায় নির্বাচনকে কেন্দ্র করে রক্তপাত হয়, আমরা তার পরিবর্তন চাইতে এসেছি ৷’’ তাঁর দাবি, সেই কারণেই তৃণমূল কংগ্রেসের এই নবজোয়ার কর্মসূচি তৈরি করা হয়েছে ৷ যে কর্মসূচি নিয়ে তিনি কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছেন ৷ কিন্তু রাজনৈতিক দলের পক্ষেই এই পরিস্থিতি পালটানো সম্ভব নয় বলেই মনে করেন অভিষেক ৷ তাই এদিন কুমারগ্রামের সভা থেকে তিনি বলেছেন, ‘‘সাধারণ মানুষ না চাইলে এই ব্যবস্থার কোনওদিন পরিবর্তন ঘটবে না ৷’’

আরও পড়ুন:ক্ষমতা থাকলে উত্তরবঙ্গে এসে রাজ্যভাগের কথা বলে দেখান, মোদি-শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

Last Updated : Apr 27, 2023, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details