পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Invites Abhishek: মানুষকে নমস্কার করে যাও..., প্রশাসনিক সভার মঞ্চে অভিষেককে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর - তৃণমূল কংগ্রেস

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Administrative Meeting) ৷ সেই সভা থেকে তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ৷ তাছাড়া কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন তিনি (Mamata Slams Union Government) ৷

Mamata Abhishek ETV Bharat
মমতা অভিষেক

By

Published : Jan 19, 2023, 2:14 PM IST

Updated : Jan 19, 2023, 5:00 PM IST

আলিপুরদুয়ার, 19 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) প্রশাসনিক সভা ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের (Alipurduar) ওই সভাস্থলে থাকলেও মঞ্চে ওঠেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ কিন্তু তাঁকে মঞ্চে ডাকেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘ও (অভিষেক) বলল সরকারি অনুষ্ঠান, তাই আমি যাব না ৷ আমি বললাম তুই তো একটা সাংসদও ৷ তাই অন্তত একবার মানুষকে নমস্কার করে যাও ৷’’

এর পরই অভিষেক মঞ্চে ওঠেন ৷ কিছুক্ষণের জন্য মঞ্চে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে নতমস্তকে প্রণাম করেন ৷ তার পর মঞ্চে উপস্থিত সাংসদ, বিধায়ক, মন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে আবার নেমে যান ৷ অনেকে তাঁকে বসতেও বলেন ৷ তবে মুখ্যমন্ত্রীই জানান, যে মঞ্চে অভিষেক বসবেন না ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তিনিই দলের চেয়ারপার্সন ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় রাজনীতিতে আসার কিছু সময় পরে তাঁকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করা হয় ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের সাফল্যের পর তাঁকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয় ৷ এখনও তিনি সেই পদেই রয়েছেন ৷ অন্যদিকে 2014 সাল থেকে তিনি ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ ৷ রাজ্য সরকারের সঙ্গে তাঁর কোনও যোগসূত্রই নেই ৷ তিনি প্রশাসনের লোক নন, সেই কথা তাঁকে একাধিকবার বলতেও শোনা গিয়েছে ৷

আর বৃহস্পতিবার সেই কারণেই যে অভিষেক মঞ্চে ওঠেননি, সেটাও স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসেছে ৷ যেহেতু ও মেঘালয়ে গিয়েছিল ৷ ও বলল না সরকারি অনুষ্ঠান, তাই আমি যাব না ৷ আমি বললাম তুই তো একটা সাংসদও ৷ তাই অন্তত একবার মানুষকে নমস্কার করে যাও ৷’’

প্রসঙ্গত, গত মঙ্গলবার কলকাতা থেকে সফর শুরু হয় মমতার ৷ তিনি প্রথমে আলিপুরদুয়ারের হাসিমারায় যান ৷ তার পর সেখান থেকে মেঘালয়ে চলে যান ৷ বুধবার মেঘালয়ের গারো পাহাড়ে জনসভা করেন ৷ সেখান থেকে ফিরে তিনি বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন ৷ পুরো সফরে তাঁর সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মেঘালয়ে তিনি মমতার সঙ্গেই মঞ্চে ছিলেন ৷ ভাষণও দিয়েছেন ৷ এদিন অবশ্য মঞ্চে ওঠেননি ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই কারণেই দলের কর্মীদের কাছে তাঁর বার্তাও স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী ৷ বুঝিয়ে দিলেন সরকার ও দল তাঁরা কখনও এক করে ফেলেননি ৷ বরং আলাদা যে রেখেছেন, তার প্রমাণ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে না ওঠা ৷ তবে রাজনৈতিক মহলের অন্য একটি অংশ আবার বলছে, অভিষেককে মঞ্চে ডেকে অন্য নেতাদের সামনে মমতা বুঝিয়ে দিলেন তৃণমূল কতটা গুরুত্বপূর্ণ ডায়মন্ড হারবারের সাংসদ ৷

আরও পড়ুন:সর্বত্র একটাই মুখ, মৃত্যু হলেও ওঁর ছবি থাকুক, মোদিকে তোপ মমতার

Last Updated : Jan 19, 2023, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details