আলিপুরদুয়ার,7 এপ্রিল :অ্যামেরিকার চিড়িয়াখানায় মালায়ান টাইগারের কোরোনাভাইরাস সংক্রমণের খবর ৷ নড়েচড়ে বসলেন উত্তরবঙ্গে চিতা বাঘের সবচেয়ে বড় সংরক্ষণ কেন্দ্র খয়েরবাড়ির কর্তারা । এছাড়াও রাজ্যের বিভিন্ন চিড়িয়াখানা, ইকোপার্ক, টাইগার রেসকিউ সেন্টারের জন্য নেওয়া হল অতিরিক্ত নিরাপত্তা জনিত পদক্ষেপ। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন,নির্দিষ্ট প্রোটোকল মেনে কাজ করবেন কর্মীরা।যাঁরা বন্যপ্রাণীর দেখাশোনা করছেন তাঁদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্যপ্রাণীদের কোরোনা সংক্রমণ থেকে বাঁচাতে রাজ্যে কড়া পদক্ষেপ
উত্তরবঙ্গে চিতা বাঘের সবচেয়ে বড় সংরক্ষণ কেন্দ্র খয়েরবাড়ির কর্তারা । এছাড়াও রাজ্যের বিভিন্ন চিড়িয়াখানা, ইকোপার্ক, টাইগার রেসকিউ সেন্টারের জন্য নেওয়া হল অতিরিক্ত নিরাপত্তা জনিত পদক্ষেপ। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন,নির্দিষ্ট প্রোটোকল মেনে কাজ করবেন কর্মীরা।যাঁরা বন্যপ্রাণীর দেখাশোনা করছেন তাঁদের আরও সতর্ক হবার নির্দেশ দেওয়া হয়েছে।
চিকিৎসক পরীক্ষা করার পর, নির্দিষ্ট PPE কিট ব্যবহার করেই খাঁচার কাছে যেতে পারবেন বনকর্মীরা। উত্তরবঙ্গে চিতাবাঘের সবচেয়ে বড় রেসকিউ সেন্টার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খয়েরবাড়ি ব্যাঘ্র পুর্নবাসন কেন্দ্র।আপাতত সেখানে 18 টি চিতাবাঘ, 3 টি শাবক,একটি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। খয়েরবাড়িতে ইতিমধ্যে টানা 20 দিন জীবাণুনাশক ব্যবহার হয়েছে। যাকে ধারাবাহিক প্রক্রিয়া বলা হচ্ছে।নতুন করে বাঁশঝাড় সাফাই হয়েছে। ইতিমধ্যেই একজন চিকিৎসক এসেছেন।
রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন,কলকাতা চিড়িয়াখানা সহ রাজ্যের সব কেন্দ্রের জন্য একই নিয়ম চলবে। একমাত্র স্যানিটাইজিং হয়ে,নতুন পোশাক পরে খাঁচার কাছে যাওয়া যাবে।চিকিৎসকদের কাজ থেকে প্রতিদিন রিপোর্ট চাওয়া হয়েছে।বিশেষজ্ঞদের একাংশ বলেন,আমেরিকার ঘটনার পুনরাবৃত্তি যেন এই দেশে না ঘটে সেজন্য প্রায় 22 দিন টানা পরীক্ষার কাজ চলবে ।
জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানান, রাজ্য বনদপ্তরের নির্দেশ মেনে খয়েরবাড়ি ব্যাঘ্র পুর্নবাসন কেন্দ্রের চিতাবাঘ, শাবক, এবং রয়েল বেঙ্গলের দেখাশোনা চলছে।