আলিপুরদুয়ার, 6 জুন : পাচারের আগেই আলিপুরদুয়ারে উদ্ধার 80 গ্রাম ব্রাউন সুগার ৷ ধৃত পাচারকারী ৷ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার অভিযান চালায় জঁয়গা থানার পুলিশ ৷ তখনই অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় এই ব্রাউন সুগার ৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 2 লাখ টাকা ৷
রবিবার সকালে জঁয়গাও-এর ঝর্ণা বস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ গ্রেফতার করা হয় বাপি ইসলাম নামের একজনকে পাচারকারীকে ৷ পুলিশ জানিয়েছে, প্রতিবেশী দেশ ভুটান এবং জঁয়গাও এলাকায় এই ব্রাউন সুগার পাচারের ছক কষেছিল বাপি ।