পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাচারের আগে ভুটান সীমান্তে উদ্ধার 99টি মোবাইল ফোন - পাচারের আগে উদ্ধার মোবাইল ফোন

উদ্ধার হওয়া মোবাইলগুলির বাজার মূল্য প্রায় সাড়ে 11 লাখ টাকা । জানা গিয়েছে, পাচারে ব্যবহৃত গাড়িটির মূল্য সাড়ে সাত লাখ টাকা ।

smuggling
smuggling

By

Published : Jul 17, 2020, 10:04 PM IST

আলিপুরদুয়ার, 17 জুলাই : নেশার ওষুধ, বিদেশি সিগারেট, বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা আটকে দেওয়ার পর এবার ভুটানে পাচারের আগে উদ্ধার 99টি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ভিডিয়ো রেকর্ডার ।

পাচারে ব্যবহৃত বোলেরো গাড়িটিকে আটক করা হয়েছে । গ্রেপ্তার বক্সা পাহাড়ের থমাস ডুকপা নামে এক পাচারকারী । গত একমাসে ভূটান সীমান্তে পাহারারত SSB (সশস্ত্র সীমা বল)-এর 53 নম্বর ব্যাটেলিয়নের চোরাকারবার রোধে এই নিয়ে অষ্টম সাফল্য ।

শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বাহিনীর 53 নম্বর ব্যাটেলিয়ন । ভূটানে প্রবেশের ঠিক আগে ভূটান গেটের সামনে থেকে একটি সন্দেহজনক বোলেরো গাড়ি আটক করে সেনা-জওয়ানরা । গাড়িটি থেকে কাগজহীন 99টি মোবাইল ও একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার উদ্ধার হয় ।

ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমাডান্ট অরবিন্দ কুমার । তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সামগ্রীগুলির বাজার মূল্য প্রায় সাড়ে 11 লাখ টাকা । আটক করা গাড়িটির মূল্য সাড়ে সাত লাখ টাকা বলেও জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details