আলিপুরদুয়ার, 23 এপ্রিল: ব্যাগ থেকে উদ্ধার হল হাতে বাঁধা 8টি তাজা বোমা । আলিপুরদুয়ারের 2 নম্বর ব্লকের চাপুরের পাড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চালনির পাক ধারেয়ার হাট এলাকায় মহেশ দাস স্মৃতি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের পাশের মাঠে একটি ব্যাগে ওই বোমাগুলি রাখা ছিল । বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থানে পৌঁছায় বম স্কয়্যাড ও দমকলের ইঞ্জিন । কিন্তু বোমা নিষ্ক্রিয় করার সময় বম স্কয়্যাডের কর্মীরা সেফটি জ্যাকেট পরলেও হাতে তাঁদের কোনও গ্লাভস বা ওই ধরনের কিছু ছিল না ।
আজ সকাল 11টা নাগাদ স্থানীয়রা ওই ব্যাগটি দেখতে পান । এরপর তাঁরাই পুলিশে খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বম স্কয়্যাড ও দমকলের ইঞ্জিন । আলিপুরদুয়ার থানার IC-র নেতৃত্বে পৌঁছায় পুলিশ । অন্যদিকে ঘটনার জেরে ছুটি দিয়ে দেওয়া হয়েছে শিক্ষাকেন্দ্রে । কিন্তু বোমা নিষ্ক্রিয় করার সময় বম স্কয়্যাডের কর্মীরা সেফটি জ্যাকেট পরলেও সেফটি গ্লাভস তাঁদের হাতে ছিল না ।