আলিপুরদুয়ার, 30 সেপ্টেম্বর : পঞ্চায়েত এলাকার কমপক্ষে 10টি বুথ আসতে চলেছে আলিপুরদুয়ার পৌরসভার বর্ধিত এলাকায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক পৌরসভার 20টি ওয়ার্ডের সঙ্গে আলিপুরদুয়ার জংশনের আরও দশটি পঞ্চায়েতের বুথ নিয়ে গঠিত হবে নতুন পাঁচটি ওয়ার্ড । সব মিলিয়ে আলিপুরদুয়ার পৌরসভার মোট ওয়ার্ড হবে 25টি।
2014 সালে আলিপুরদুয়ারকে জেলা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তবে তারপর এদিন শিলিগুড়ি উত্তরকন্যায় প্রশাসনিক রিভিউ বৈঠকে আলিপুরদুয়ার নিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । উত্তরকন্যাতে উপস্থিত আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, আমরা ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছিলাম । সামনেই পৌরসভা নির্বাচন রয়েছে । 10টি বুথকে নিয়ে ন্যূনতম ৫ টি নতুন ওয়ার্ড তৈরি হবে ।