পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ার পৌরসভায় যুক্ত হতে চলেছে আরও 5টি ওয়ার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর

2014 সালে আলিপুরদুয়ারকে জেলা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তবে তারপর এদিন শিলিগুড়ি উত্তরকন্যায় প্রশাসনিক রিভিউ বৈঠকে আলিপুরদুয়ার নিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।

আলিপুরদুয়ার পৌরসভা
আলিপুরদুয়ার পৌরসভা

By

Published : Sep 30, 2020, 5:08 PM IST

আলিপুরদুয়ার, 30 সেপ্টেম্বর : পঞ্চায়েত এলাকার কমপক্ষে 10টি বুথ আসতে চলেছে আলিপুরদুয়ার পৌরসভার বর্ধিত এলাকায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক পৌরসভার 20টি ওয়ার্ডের সঙ্গে আলিপুরদুয়ার জংশনের আরও দশটি পঞ্চায়েতের বুথ নিয়ে গঠিত হবে নতুন পাঁচটি ওয়ার্ড । সব মিলিয়ে আলিপুরদুয়ার পৌরসভার মোট ওয়ার্ড হবে 25টি।

2014 সালে আলিপুরদুয়ারকে জেলা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তবে তারপর এদিন শিলিগুড়ি উত্তরকন্যায় প্রশাসনিক রিভিউ বৈঠকে আলিপুরদুয়ার নিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । উত্তরকন্যাতে উপস্থিত আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, আমরা ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছিলাম । সামনেই পৌরসভা নির্বাচন রয়েছে । 10টি বুথকে নিয়ে ন্যূনতম ৫ টি নতুন ওয়ার্ড তৈরি হবে ।

এর ফলে কমবেশি 25 হাজার মানুষ পৌরপরিষেবা পাবেন ৷ পর্যটন মন্ত্রী গৌতম দেবও এদিন উদাহরণ দিয়ে জানান, নিউজলপাইগুড়ি রেল কলোনি ইতিমধ্যেই শিলিগুড়ি করপোরেশনের আওতাভুক্ত হয়েছে। একইভাবে আলিপুরদুয়ার জংশনকেও অন্তর্ভুক্ত করা হবে ।

বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হন সৌরভ চক্রবর্তী । এরপরই দ্রুত পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই জংশনের বাসিন্দাদের দাবি ছিল এই এলাকাকে আলিপুরদুয়ার পৌরসভার সঙ্গে সংযুক্ত করার। অবশেষে জংশন এলাকার 25 হাজার মানুষ সংযুক্ত হতে চলেছেন আলিপুরদুয়ার পৌরসভার সঙ্গে । সবকিছু ঠিকঠাক থাকলে এবারই প্রথম পৌরসভার ভোটেও অংশ নিতে পারবেন তারা।

ABOUT THE AUTHOR

...view details