টেন পাশের যোগ্যতার কর্মী নিয়োগ করবে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে । একাধিক পদে মোট 4, 499 জনকে নিয়োগ করা হবে । ফিটার, ওয়েলডার, ইলেক্ট্রিশিয়ান, কার্পেন্টার, ডিজ়েল মেকানিক, মেসিনিস্ট, পেন্টার, টার্নার, রিফ্রিজেরেটার ও AC মেকানিক, ইলেক্ট্রনিক্স মেকানিক পদে কর্মী নিয়োগ করা হবে । এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করা যাবে 15 সেপ্টেম্বর, 2020 পর্যন্ত ।
এই পদের জন্য প্রয়োজনীয় তথ্য
আসন :মোট আসন রয়েছে 4,499টি
- কাটিহার TDH ওয়ার্কশপ - 970
- আলিপুরদুয়ার ওয়ার্কশপ - 493
- রাঙ্গিয়া ওয়ার্কশপ - 435
- লামডিং ওয়ার্কশপ - 1302
- তিনসুকিয়া ওয়ার্কশপ - 484
- নিউ বঙ্গাইগাও ওয়ার্কশপ - 539
- ডিব্রুগড় ওয়ার্কশপ - 276
শিক্ষাগত যোগ্যতা :
- আবেদনকারীর নূন্যতম 10 পাশের যোগ্যতা থাকতে হবে । ক্লাস 10-এ 50 শতাংশ নম্বর থাকতে হবে ।
- আবেদনকারীর ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং-এর সার্টিভিকেট থাকতে হবে ।
বয়সসীমা : আবেদনকারীর বয়স 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 15 ও সর্বোচ্চ 24 বছর হতে হবে ।
আবেদনের প্রক্রিয়া :