পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত 3, আহত 15 - আলিপুরদুয়ার

আজ সকাল সাড়ে নটা নাগাদ ফালাকাটা থেকে বীরপাড়াগামী একটি বাসের সাথে উলটো দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানে তিনজনের মৃত্যু হয় ৷ জখম হয় প্রায় 15 জন বাসযাত্রী ৷

alipurduar
আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত 3

By

Published : Feb 12, 2020, 6:10 PM IST

আলিপুরদুয়ার, 12 ফেব্রুয়ারি : পাথর বোঝাই লরি ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত 3 ৷ আহত কমপক্ষে 15 বাসযাত্রী ৷ আলিপুরদুয়ারের দলগাঁও এলাকার ঘটনা ৷ আহতদের বীরপাড়া রাজ্য হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এশিয়ান হাইওয়ে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নটা নাগাদ ফালাকাটা থেকে বীরপাড়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে উলটো দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানে তিনজন মারা যান ৷ জখম হন প্রায় 15 জন বাসযাত্রী ৷ দুর্ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এশিয়ান হাইওয়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ফালাকাটা ও বীরপাড়া থানার পুলিশ ও ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন ৷ পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় আহতদের ৷

লরি ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত 3

দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ অন্যদিকে, মৃতদেহগুলি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলির পরিচয় এখনও জানা যায়নি । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details