আলিপুরদুয়ার, 30 জুলাই : আগ্নেয়াস্ত্র- ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী । আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানা এলাকার ঘটনা । ধৃতদের নাম সোনম লামা(39) ও লক্ষণ ডোম(23) ।
আলিপুরদুয়ারে আগ্নেয়াস্ত্রসহ ধৃত 2 যুবক - আলিপুরদুয়ারে আগ্নেয়াস্ত্রসহ ধৃত 2 যুবক
বীরপাড়া থেকে একটি গাড়িতে আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র উদ্ধার করল পুলিশ । ঘটনায় দুই দুষ্কৃতী গ্রেপ্তার ।
2 youths arrested with firearms at birpara in alipurduar
গোপন সুত্রের খবর পেয়ে, গতকাল গভীর রাতে বীরপাড়ার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় । OC পলজার ভুটিয়ার নেতৃত্বে গাড়ি তল্লাশি অভিযান চালায় পুলিশ । একটি ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করে ।
গাড়িটিকে আটক করেছে পুলিশ । দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে । পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত দুজনের নামে পুরনো মামলা ও রয়েছে । অপরাধমূলক কাজের সাথে জড়িত ।
TAGGED:
বীরাপাড়া থানা