পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে গাড়ি দুর্ঘটনায় মৃত 2, আশঙ্কাজনক 3 শিশু - আলিপুরদুয়ারের খবর

গাড়িটি জয়গাঁ থেকে আলিপুরদুয়ারের দিকে খুবই দ্রুত গতিতে আসছিল । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি স্কুটিকে ধাক্কা মারে ।

road accident in alipurduar
ভয়াবহ পথ দুর্ঘটনা আলিপুরদুয়ারে

By

Published : Nov 17, 2020, 8:04 AM IST

আলিপুরদুয়ার, 17 নভেম্বর : আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি তিন শিশু ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়িটি জয়গাঁ থেকে আলিপুরদুয়ারের দিকে খুবই দ্রুত গতিতে আসছিল । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি স্কুটিকে ধাক্কা মারে । আর রাস্তার পাশেই খেলতে থাকা তিনটি শিশুকে ধাক্কা মারে স্কুটিটি । গাড়িটি রাস্তার ধারে একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে পিষে দেয় । তা দেখে স্থানীয় বাসিন্দারা সেখানে আসেন । তারা আহতদের কালচিনির লতাবাড়ি হাসপাতালে নিয়ে যান ।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দীপক টেইলর এবং বিকাশ শাহর মৃত্যু হয় । তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক । তাদের চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘাতক গাড়ি সহ চালককে আটক করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details