আলিপুরদুয়ার, 20 অক্টোবর : ভারত-ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁর তোর্সা নদীতে ভেসে গেল এক পরিবারের দুই কন্যাসন্তান। বুধবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জয়গাঁ এক নম্বর গ্ৰাম পঞ্চায়েতে ৷ সেখানকার ছোটো মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিক আনসারির দুই কন্যা ৷ যার মধ্যে একজনের বয়স 8, অপরজনের বয়স 10।
এদিন দুপুর নাগাদ দুই নাবালিকা তোর্সা নদীর ধারে শৌচকর্ম করতে যায়। আচমকা পাড় ভাঙার ফলে দু'জনেই নদীতে তলিয়ে যায় । প্রত্যক্ষদর্শীরা শিশু দুটিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয় ৷ তোর্সার প্রবল স্রোত দুই শিশুকে ভাসিয়ে নিয়ে যায় । ঘটনাস্থলে পৌঁছয় জয়গাঁ থানার পুলিশ । প্রবল স্রোতের কারণে এখনও পর্যন্ত দুই শিশুর উদ্ধারকাজ থমকে রয়েছে। ভুটান পাহাড়ে তিনদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে তোর্সা নদীতে জারি করা হয়েছে হলুদ সংকেত ৷