আলিপুরদুয়ার, 7 অগস্ট: চলন্ত ট্রেনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ । ঘটনায় গ্রেফতার অসমের দু'জন যুবক । সন্তানকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে গুয়াহাটি থেকে আলিপুরদুয়ার জংশনগামী সিফং এক্সপ্রেসে এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ । খবর পেয়েই অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করে জিআরপি ৷ গ্রেফতার 2 যুবকের মধ্যে একজন ধর্ষণে অভিযুক্ত, অন্যজনের বিরুদ্ধে তাকে সাহায্য করার অভিযোগ ।
ধৃত দুই যুবকের নাম নইনাল আবদুল ও মইনুল হক । একজনের বয়স 25 ও অন্যজনের 26 ৷ তারা দু'জনেই অসমের কোকরাঝাড়ের বাসিন্দা ৷ পুলিশ সূত্রের খবর, গত শনিবার দুপুরে গুয়াহাটি থেকে সিফং এক্সপ্রেসে করে সন্তানকে নিয়ে আলিপুরদুয়ারে ফিরছিলেন এক গৃহবধূ । অসমের ফকিরাগ্রাম আসার পরে বেশিরভাগ যাত্রী নেমে গেলে ট্রেনটি ফাঁকা হয়ে যায় ৷ অসংরক্ষিত কামরা থাকায় কোনও নিরাপত্তারক্ষী ছিল না । ফকিরাগ্রাম ও আলিপুরদুয়ার জংশনের মাঝে কোনও স্টপেজ না থাকার সুযোগকে কাজে লাগায় দুই যুবক । চলন্ত ট্রেনেই তারা ওই বধূকে কুপ্রস্তাব দেয় ৷ তাতে সাড়া না দেওয়ায় হঠাৎই মহিলার ওপর চড়াও হয় অভিযুক্তরা ৷ এক যুবক মহিলার উপর ঝাঁপিয়ে পড়লে তিনি বাঁধা দেন ৷ তখন তাঁর সন্তানকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেবার হুমকি দেয় আরেকজন । এই পরিস্থিতিতে এক যুবক মহিলাকে ধর্ষণ করে আর এক যুবক তাকে সহযোগিতা করে বলে অভিযোগ ।