পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rape in Moving Train: সন্তানকে ছুড়ে ফেলার ভয় দেখিয়ে চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অসমের 2 যুবক - চলন্ত ট্রেনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

পাশবিক! চলন্ত ট্রেন থেকে ছেলেকে ছুড়ে ফেলে দেওয়ার ভয় দেখিয়েছিল প্রথমে ৷ তারপর তার মাকে ধর্ষণ ৷ সিফং এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ গ্রেফতার অসমের 2 যুবক ৷

Etv Bharat
অভিযুক্ত দুই যুবক

By

Published : Aug 7, 2023, 10:16 AM IST

Updated : Aug 7, 2023, 10:38 AM IST

আলিপুরদুয়ার, 7 অগস্ট: চলন্ত ট্রেনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ । ঘটনায় গ্রেফতার অসমের দু'জন যুবক । সন্তানকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে গুয়াহাটি থেকে আলিপুরদুয়ার জংশনগামী সিফং এক্সপ্রেসে এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ । খবর পেয়েই অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করে জিআরপি ৷ গ্রেফতার 2 যুবকের মধ্যে একজন ধর্ষণে অভিযুক্ত, অন্যজনের বিরুদ্ধে তাকে সাহায্য করার অভিযোগ ।

ধৃত দুই যুবকের নাম নইনাল আবদুল ও মইনুল হক । একজনের বয়স 25 ও অন্যজনের 26 ৷ তারা দু'জনেই অসমের কোকরাঝাড়ের বাসিন্দা ৷ পুলিশ সূত্রের খবর, গত শনিবার দুপুরে গুয়াহাটি থেকে সিফং এক্সপ্রেসে করে সন্তানকে নিয়ে আলিপুরদুয়ারে ফিরছিলেন এক গৃহবধূ । অসমের ফকিরাগ্রাম আসার পরে বেশিরভাগ যাত্রী নেমে গেলে ট্রেনটি ফাঁকা হয়ে যায় ৷ অসংরক্ষিত কামরা থাকায় কোনও নিরাপত্তারক্ষী ছিল না । ফকিরাগ্রাম ও আলিপুরদুয়ার জংশনের মাঝে কোনও স্টপেজ না থাকার সুযোগকে কাজে লাগায় দুই যুবক । চলন্ত ট্রেনেই তারা ওই বধূকে কুপ্রস্তাব দেয় ৷ তাতে সাড়া না দেওয়ায় হঠাৎই মহিলার ওপর চড়াও হয় অভিযুক্তরা ৷ এক যুবক মহিলার উপর ঝাঁপিয়ে পড়লে তিনি বাঁধা দেন ৷ তখন তাঁর সন্তানকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেবার হুমকি দেয় আরেকজন । এই পরিস্থিতিতে এক যুবক মহিলাকে ধর্ষণ করে আর এক যুবক তাকে সহযোগিতা করে বলে অভিযোগ ।

এমতাবস্থায় আলিপুরদুয়ার জংশনে নামার পরেই মহিলা সোজা রেলওয়ে পুলিশ বা আরপিএফকে বিষয়টি জানান ৷ অভিযোগ পেয়েই পুলিশ ও আরপিএফ যৌথভাবে তল্লাশি শুরু করে । মহিলার বর্ণনা অনুযায়ী দুই যুবককে শনিবার রাতেই গ্রেফতার করা হয় ৷ রবিবার অভিযুক্ত দুই যুবককে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে ধৃত দু'জনকে পাঁচদিনের জন্য আলিপুরদুয়ার জিআরপির হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

এই বিষয়ে আরপিএফের আলিপুরদুয়ার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার দীপক কুমার চৌধুরী জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । অন্যদিকে, আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, "এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে ।"

আরও পড়ুন : কামরূপে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগ স্থানীয়দের

Last Updated : Aug 7, 2023, 10:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details