আলিপুরদুয়ার, 10 জুন : পাচারের আগেই উদ্ধার 15 লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট ৷ ভুটানে দামি ব্র্যান্ডের বিদেশি সিগারেট পাচারের আগেই উদ্ধার করেছে জয়গাঁ থানার পুলিশ ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ভুটানে পাচারের আগে 15 লাখ টাকার সিগারেট উদ্ধার
ভুটান গেটের চেকিং পয়েন্ট থেকে 15 লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করল জয়গাঁ থানার পুলিশ ৷ সিগারেট ভরতি কন্টেনার ভুটানে পাচার করা হচ্ছিল ৷
গত রবিবার ভুটানে পাচারের আগেই ওষুধ চোরাকারবারে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বীরপাড়া থানার পুলিশ । তার ঠিক দিন দুয়েকের মধ্যেই ভুটান গেটের চেকিং পয়েন্টেই একটি কন্টেনারের ভেতর থেকে উদ্ধার হলে 15 লাখ টাকার বিদেশি সিগারেট । গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়গাঁ ভুটান গেটের সামনে একটি কন্টেনার আটক করে জয়গাঁ থানার পুলিশ । কন্টেনারে লুকিয়ে প্রচুর বিদেশি সিগারেট ভুটানে অবৈধভাবে পাচার করা হচ্ছিল । কন্টেনার থেকে প্রায় 15 লাখ টাকার মূল্যের সিগারেট উদ্ধার করে পুলিশ ।
জয়গাঁ SDPO এল টি ভুটিয়া জানিয়েছেন, "কন্টেটারটি আটক করা হয়েছে ৷ কণ্টেনার চালককেও গ্রেপ্তার করা হয়েছে । পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ ।"