পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ওয়ানডে ক্রিকেটের জন্য এখনই টেস্ট খেলার ঝুঁকি নিচ্ছেন না হার্দিক

টেষ্ট ক্রিকেট খেলার জন্য এখনই ঝুঁকি নেবেন না ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।কারণ তাঁর মতে তিনি সাদা বলের ক্রিকেটে তাঁর গুরুত্বটা বোঝেন ।

Hardik
Hardik pandya

By

Published : Jun 3, 2020, 3:32 PM IST

দিল্লি, 3 জুন: ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখনই টেস্ট ক্রিকেটের জন্য নিজের চোট নিয়ে ঝুঁকি নিতে চান না । চোট নিয়ে তিনি যে সতর্ক রয়েছেন তাও তিনি বুঝিয়ে দেন । তিনি বলেন, সাদা বলের ফর্ম্যাটে তিনি তাঁর গুরুত্ব বুঝেছেন, তাই কোনও ঝুঁকি এখনই নেবো না ।

সেপ্টেম্বর 2018 থেকে পান্ডিয়া কোন টেস্ট ম্যাচ খেলেননি । কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিগ হিটার অলরাউন্ডার হিসেবে পাকা করে নিয়েছেন । বর্তমানে তিনি চোটের কারণে ক্রিকেট থেকে দূরে আছেন। গত বছরই তোর পিঠের চোটে অস্ত্রপ্রচার করা হয় ।

একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পান্ডিয়া বলেন, “আমি নিজেকে একজন ব্যাকআপ সিমার হিসেবে দেখি। পিঠে চোট পাওয়ার পর আমি মনে করি এখন টেস্ট খেলাটা চ্যালেঞ্জের। আমি যদি শুধুমাত্র একজন টেস্ট ক্রিকেটার হোতাম, ও সাদা বলে খেলার জন্য কোন ম্যাচ না থাকতো, তাহলে আমি টেস্ট খেলার জন্য ঝুঁকি নিতাম। কিন্তু সাদা বলের ক্রিকেটে আমি আমার গুরুত্বটা বুঝি।"

2018 সালের এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় পান্ডিয়া পিঠে চোট পান। সেই দিনের কথা বলতে গিয়ে পান্ডিয়া বলেন তিনি ভেবেছিলেন তার কেরিয়ার প্রায় শেষ হয়ে গেছে।"

এদিন বিতর্কিত টিভি শো নিয়েও কথা বলেন পান্ডিয়া। তিনি বলেন, “ওই ঘটনা থেকে আমি শিক্ষা নিয়ে জীবনে অনেকটা এগিয়ে গেছি । আমি জীবনে প্রচুর ভুল করেছি।কিন্তু ভালো জিনিসটা হলো আমি সেই ভুলগুলো মেনে নিতে পেরেছি । আমি যদি ভুলগুলো মেনে না নিতে পারতাম তাহলে আবার একটা এইরকম টিভি শো দেখা যেত। তবে ওই ঘটনাটা আমাকে আর বিব্রত করে না। কারণ আমার পরিবার এটাকে মেনে নিয়েছে। কিন্তু সবথেকে বেশি যেটা কষ্ট দিয়েছিল তা হল, আমার জন্য আমার পরিবার সমস্যায় পড়েছিল।”

IPL নিয়ে বলতে গিয়ে পান্ডিয়া বলেন, 2016 - র মরসুম তাঁর সবথেকে খারাপ গেছে। তবে তৎকালীন মুম্বাই ইন্ডিয়ানস কোচ রিকি পন্টিংকে তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন । এছাড়া জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, কোচ রবি শাস্ত্রী ও NCA ডিরেক্টর রাহুল দ্রাবিড়কেউ আলাদা করে কৃতজ্ঞতা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া।

ABOUT THE AUTHOR

...view details