দিল্লি, 4 জুন: IPL 2020 আয়োজন করতে মরিয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। BCCI ইতিমধ্যে সমস্ত সম্ভাব্য রাস্তা নিয়ে আলোচনা শুরু করেছে।এমনকি দেশের বাইরে টুর্নামেন্ট করানোর কথাও চিন্তা ভাবনা করছে BCCI ।
তবে শুধুমাত্র যদি একটাই সম্ভাব্য রাস্তা পড়ে থাকে যে দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজন করতে হবে তাহলে BCCI সেই পথেই হাঁটবে । তবে সব সময় BCCIর প্রথম পছন্দ দেশের মাটিতে IPL আয়োজন করা।
2020 সালের IPL উদ্বোধন হওয়ার কথা ছিল 29 মার্চ। কিন্তু বিশ্বব্যাপী কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয় কোটিপতি এই লীগ।