পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপ ফাইনালের পরের ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী বাংলাদেশ অধিনায়ক আকবর আলি - এমএস ধোনি

বিশ্বকাপ ফাইনালের পর ঘটনার জন্য ভারতীয় ফ্যানদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলি। এমনকী এটাও জানান পরের দিন দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে বসে প্রাতরাশ করেছেন।

Image
Akbar Ali

By

Published : Jun 6, 2020, 1:55 AM IST

হায়দরাবাদ, 5 জুন: তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ ভারতকে হারিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ঘরে তুলেছে । সেই আকবর আলি বিশ্বকাপ নিয়ে নানা কথা তুলে ধরলেন ETV ভারতের কাছে ।

প্রথমেই 18 বছরের আকবর ভারতীয় ফ্যানদের কাছে ফাইনালের পর ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিলেন। এমনকী এটাও জানালেন পরের দিন সকালে দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে বসে প্রাতরাশ সেরেছেন। তাঁদের মধ্যে খুনসুটিও হয়েছে।

সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে আকবর বলেন, “তোমরা সবাই খেলাটা দেখেছো এবং একটা উপভোগ্য ম্যাচের সাক্ষী থেকেছো । ওই ম্যাচে প্রচুর আপডাউন ছিল। তাই আমি মনে করি কিছু ছেলে ইমোশনাল হয়ে পড়েছিল এবং বেশি উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু সঠিক কী হয়েছিল আমি জানি না কারণ আমি পিচের অন্যদিকে আনন্দ উৎসবে মেতে ছিলাম। পুরো ঘটনাটা এক ঝটকায় হয়েছিল। এমনটা হয়। কিন্তু সেদিন যদি এটা না হতো তাহলে ভালো হতো।”

তিনি আরও বলেন, "দয়া করে এটাকে আর বাড়াবেন না। এটা সম্পর্কে ভুলে যান এবং ক্রিকেট নিয়ে কথা বলুন। সমস্ত ঘটনার জন্য আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

ট্রফি নিয়ে বাংলাদেশে ফেরার পর সেখানকার পরিস্থিতি কেমন ছিল আকবর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি সেই আবেগটা ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ এটা একটা বিশেষ মুহূর্ত ছিল। দেশের মানুষ পুরো পাগল হয়ে গিয়েছিল। বিমানবন্দর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিস পর্যন্ত যা যা ঘটেছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা খুবই স্পেশাল ।”

যদিও কোরোনা ভাইরাসের কারণে দেশজুড়ে লন্ডন ঘোষণা হওয়ার পর তিনি এখন ক্রিকেট থেকে দূরে। তাই তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল কীভাবে লকডাউন এর সময়টা কাটাচ্ছেন । উত্তরে আকবর বলেন, "আমি বিরক্ত হয়ে পড়েছি। কোনও কোনও সময় নেটফ্লিক্স- এ মুভি দেখছি । এছাড়া আমার ফিটনেস নিয়ে আমি পরিশ্রম করছি। বাংলাদেশের পরিস্থিতি এখন ভালো নয়। তাই আমরা বাইরে বেরিয়ে খেলতে পারছি না।

তাকে জিজ্ঞাসা করা হয় কঠিনতম প্রতিদ্বন্দ্বী কে ? ভারত না পাকিস্তান? জবাবে আকবর বলেন, ভারতের মুখোমুখি হওয়াটা বেশ কঠিন। ভারত খুব শক্তিশালী দল। এবং তারা খুব ভালো খেলছে।" তিনি মুখোমুখি হয়েছেন এমন বোলারদের মধ্যে রবি বিষ্ণোইকে বেশি শক্তিশালী বলে মনে হয়েছে আকবরের।

আকবর আলী কি আইপিএল দেখেন? আকবর জবাব দেন, “ হ্যাঁ আমি আইপিএল দেখি এবং আমি মুম্বই ইন্ডিয়ান্স কে ভালোবাসি। এবং আমি যদি সুযোগ পাই আমি অবশ্যই এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলবো। আইপিএল একটি বিশাল টুর্নামেন্ট এবং সবাই এখানে খেলতে চায়।"

একইসঙ্গে আকবর জানিয়ে দেন তিনি সাকিব আল হাসান ও এমএস ধোনি কে পছন্দ করেন। তাঁকে দুজনের মধ্যে একজনকে বেছে নেয়ার কথা বলা হলে, তিনি বলেন,"বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে পড়েন সাকিব আল হাসান। কিন্তু ফিনিশার এবং অধিনায়ক হিসাবে এমএস ধোনি বিশ্বের সেরা ক্রিকেটার।"

ABOUT THE AUTHOR

...view details