লন্ডন, 6 জুন: অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডকে নিয়ে একটি নতুন সিরিজ় খেলতে চায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। জুলাইয়ের 8 তারিখ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ - ইংল্যান্ড টেস্ট সিরিজ় । তারপরই এই তিনদেশকে নিয়ে একটি নতুন সিরিজ খেলতে চায় ইংল্যান্ড ।
ইংল্যান্ড সরকারের থেকে ছাড়পত্র পেলে, 9 জুন ইংল্যান্ড আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে 8 জুলাই, দ্বিতীয়টি হবে 16 জুলাই । ও শেষ টেস্টটি হবে 24 জুলাই।
একটি টিভি শো-তে ECBর ডিরেক্টর অফ স্পেশাল প্রজেক্ট স্টিভ এলোর্দি বলেন, “এটা কঠিন চ্যালেঞ্জের কিন্তু একই সঙ্গে উপভোগ্য। আমরা যেটা অর্জন করার চেষ্টা করছি সেটা এর আগে কখনও হয়নি ।”
অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতিমধ্যে এই বিষয়ে কথা বলছে ECB। জানান এলোর্দি । তিনি বলেন, “এখনও প্রচুর কাজ করা বাকি । প্রথম দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ এখানে আসছে । কিন্তু একই সময়ে আমরা আশা করছি অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ড এই গ্রীষ্মকালে ইংল্যান্ডে আসুক। আমরা ওদের সাথে কথা বলছি। প্রত্যেক সপ্তাহে আমরা ওদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে ।"
এলোর্দি এর আগেই পরিষ্কার করেছিলেন যে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সিরিজ়ে, COVID-19 পরিবর্ত দেওয়ার জন্য ECB ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কথা বলছে।