কলম্বো, 4জুন : ট্রেনিং সেশনে বলে লালা ব্যবহারনা করার চেষ্টা করছেন শ্রীলঙ্কান বোলাররা। বুধবার একথা জানান শ্রীলঙ্কান কোচ মিকিআর্থার।
আগেশ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি রেসিডেন্সিয়াল ক্রিকেট ক্যাম্পের কথা ঘোষণাকরা হয়েছিল। সেইমতো সোমবার থেকে নির্বাচিত13জন ক্রিকেটারকে নিয়ে একটি12দিনের রেসিডেন্সিয়াল ক্যাম্প শুরুহয় কলম্বো ক্রিকেট ক্লাবে।