পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লালার থেকে ঘাম বল কে একটু বেশি ভারী করে: মিকি - ICC

কোরোনা ভাইরাস এর কথা মাথায় রেখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে বল সাইন করানোর জন্য লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারী করার প্রস্তাব দেন ।

শ্রীলঙ্কা

By

Published : Jun 4, 2020, 9:00 PM IST

লালার থেকে ঘাম বল কে একটু বেশি ভারী করে: মিকি

কলম্বো, 4জুন : ট্রেনিং সেশনে বলে লালা ব্যবহারনা করার চেষ্টা করছেন শ্রীলঙ্কান বোলাররা। বুধবার একথা জানান শ্রীলঙ্কান কোচ মিকিআর্থার।

আগেশ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি রেসিডেন্সিয়াল ক্রিকেট ক্যাম্পের কথা ঘোষণাকরা হয়েছিল। সেইমতো সোমবার থেকে নির্বাচিত13জন ক্রিকেটারকে নিয়ে একটি12দিনের রেসিডেন্সিয়াল ক্যাম্প শুরুহয় কলম্বো ক্রিকেট ক্লাবে।

প্রথমসেশন শেষ করবার পর আর্থার বলেন,বোলাররা তাকে বলেছেন,বলে লালার পরিবর্তে ঘামে ব্যবহারকরায় তুলনায় তাই একটু বেশি ভারী হয়ে গিয়েছে।

একটিওয়েবসাইটে অর্থার বলেছেন, "বুলেট তাকে বলেছেন বল কে একটু বেশি ভারী করে দেয়।

আন্তর্জাতিকক্রিকেট কাউন্সিলের ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে লালা ব্যবহার বন্ধেরপ্রস্তাব দিয়েছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details