নয়াদিল্লি, 5 অগস্ট : টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) রুপো জয়ের পর কুস্তিগীর রবি দাহিয়াকে (Ravi Dahiya) ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনি কথা বললেন রবির কোচ অনিল মানের সঙ্গেও ৷ প্রধানমন্ত্রী ফোনে বলেন, তাঁদের জন্য গর্বিত গোটা দেশ ৷
অলিম্পিকসে সোনা জয়ের দোরগোড়া থেকে আজ ফিরতে হয় কুস্তিগীর রবি কুমার দাহিয়াকে ৷ 57 কেজি ফ্রি-স্টাইল রেসলিংয়ের ফাইনালে রাশিয়ান প্রতিযোগী জাভুর ইউগুয়েভের কাছে 7-4 পয়েন্টে হেরে যান দাহিয়া ৷ তাঁর ঝুলিতে আসে রুপোর পদক ৷
আরও পড়ুন :Ravi Kumar Dahiya : সোনা অধরা, ফাইনাল হেরে রুপো জয় দাহিয়ার
এই সাফল্যের পর তাঁকে অভিনন্দন জানাতে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি রবিকে বলেন, "তোমার জন্য গর্বিত গোটা দেশ ৷ সমগ্র দেশবাসীকে তুমি উদ্বুদ্ধ করেছো ৷" রুপোজয়ীর কঠিন পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে মোদি জানান, আগামী 15 অগস্ট স্বাধীনতা দিবসে তাঁর সঙ্গে দেখা করে সামনে থেকে তাঁকে অভিনন্দন জানানোর জন্য তিনি মুখিয়ে রয়েছেন ৷