পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ravi Dahiya: গোটা দেশকে উদ্বুদ্ধ করেছে তোমার সাফল্য, রবিকে ফোনে অভিনন্দন মোদির

টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) রুপো জয়ের জন্য কুস্তিগীর রবি দাহিয়াকে (Ravi Dahiya) অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ রবি ও তাঁর কোচ অনিল মানকে ফোন করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের জন্য গর্বিত গোটা দেশ ৷

Your success inspired the nation: PM Narendra Modi congratulates wrestler Ravi Dahiya wins silver in Tokyo Olympics 2020
গোটা দেশকে উদ্বুদ্ধ করেছে তোমার সাফল্য, রবিকে ফোনে অভিনন্দন মোদির

By

Published : Aug 5, 2021, 8:15 PM IST

নয়াদিল্লি, 5 অগস্ট : টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) রুপো জয়ের পর কুস্তিগীর রবি দাহিয়াকে (Ravi Dahiya) ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনি কথা বললেন রবির কোচ অনিল মানের সঙ্গেও ৷ প্রধানমন্ত্রী ফোনে বলেন, তাঁদের জন্য গর্বিত গোটা দেশ ৷

অলিম্পিকসে সোনা জয়ের দোরগোড়া থেকে আজ ফিরতে হয় কুস্তিগীর রবি কুমার দাহিয়াকে ৷ 57 কেজি ফ্রি-স্টাইল রেসলিংয়ের ফাইনালে রাশিয়ান প্রতিযোগী জাভুর ইউগুয়েভের কাছে 7-4 পয়েন্টে হেরে যান দাহিয়া ৷ তাঁর ঝুলিতে আসে রুপোর পদক ৷

আরও পড়ুন :Ravi Kumar Dahiya : সোনা অধরা, ফাইনাল হেরে রুপো জয় দাহিয়ার

এই সাফল্যের পর তাঁকে অভিনন্দন জানাতে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি রবিকে বলেন, "তোমার জন্য গর্বিত গোটা দেশ ৷ সমগ্র দেশবাসীকে তুমি উদ্বুদ্ধ করেছো ৷" রুপোজয়ীর কঠিন পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে মোদি জানান, আগামী 15 অগস্ট স্বাধীনতা দিবসে তাঁর সঙ্গে দেখা করে সামনে থেকে তাঁকে অভিনন্দন জানানোর জন্য তিনি মুখিয়ে রয়েছেন ৷

আরও পড়ুন:ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচেও হার, খালি হাতে ফিরতে হচ্ছে পুনিয়াকে

আসন্ন স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি হিসেবে সব অলিম্পিয়ানদের লালকেল্লায় আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি ৷ লালকেল্লায় আমন্ত্রণের পাশাপাশি নিজের বাসভবনেও সব অলিম্পিয়ানদের আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন:চল্লিশ বছরের খরা কাটিয়ে হকিতে পদক, উচ্ছ্বাস দেশজুড়ে

রবি দাহিয়া সফল হলেও খালি হাতেই টোকিয়ো অলিম্পিকস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়াকে (Deepak Punia) ৷ রেসলিংয়ে 86 কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের ম্যাচে সান মারিনোর প্রতিযোগী নাজেম আমিনির কাছে হেরে যান দীপক ৷ খেলার ফলাফল 4-2 ৷

ABOUT THE AUTHOR

...view details