কলকাতা, 4 অগস্ট : অলিম্পিকসে (Olympics) সোনা জয়ের খরা 28 বছর পর কাটিয়েছিলেন অভিনব বিন্দ্রা (Avinav Bindra) ৷ 2008 সালে বেজিং অলিম্পিকসে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সেরা হয়েছিলেন তিনি ৷ তার পর কেটে গিয়েছে 13 বছর ৷ মাঝে চলে গিয়েছে দু’টো অলিম্পিকস ৷ কিন্তু সোনা আসেনি ৷
প্রতিবারই কেউ না কেউ আশা জাগিয়েছেন ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি ৷ তাই এবারও অপেক্ষায় ভারতবাসী ৷ কিন্তু অলিম্পিকসে সোনা পাওয়ার জন্য ভারতবাসীর হাপিত্যেশ কি মিটবে ? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় ৷ বৃহস্পতিবার ভারতীয় সময়ে বিকেল 4টে 20 মিনিটে শুরু হবে 57 কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তির ফাইনাল ৷
আরও পড়ুন :Tokyo Olympics : সেমিফাইনালে হার রানিদের, ব্রোঞ্জের লড়াই শুক্রে
যেখানে সোনা জয়ের লক্ষ্যে নামবেন ভারতীয় কুস্তিগীর রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) ৷ আপাতত রবির দিকেই তাকিয়ে গোটা দেশ ৷ যদি তিনি দেশকে সেই গৌরব এনে দিতে পারেন, যা 13 বছর আগে এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা ৷ আগামিকাল টোকিওতে (Tokyo Olympics 2020) সোনার স্বপ্ন পূরণ করতে পারলে অভিনবকে ছুঁতে ফেলবেন রবি ৷ কারণ, অলিম্পিকসে কোনও ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে একমাত্র সোনা এনেছেন শুটার অভনবই ৷
সব মিলিয়ে অলিম্পিকসে ভারতের পদকের সংখ্যা 31 ৷ এর মধ্যে সোনা 9টি ৷ যার 8টি সোনা এসেছে হকির মতো দলগত ইভেন্ট থেকে ৷ এর মধ্যে 1928 থেকে 1956, টানা 6টি অলিম্পিকস হকিতে সোনা জিতেছিল ভারত ৷ এর পর 1964 সালে টোকিয়ো অলিম্পিকসে ও 1980 সালের মস্কো অলিম্পিকসেও সোনা (Gold Medal) জিতেছিল ভারতের হকি দল ৷