টোকিয়ো, 30 অগস্ট : প্যারাঅলিম্পিকসে ভারতের দ্বিতীয় সোনা ৷ প্যারা জ্যাভলিন এফ 64 বিভাগে সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিট সুমিত আন্তিল ৷ তিনি 68.55 মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতলেন ৷ এ নিয়ে আজ 5টি পদক জিতলেন ভারতীয় প্রতিযোগীরা ৷ আর মোট 7টি পদক এখনও পর্যন্ত ভারত জিতেছে ৷ যার মধ্যে 2টি সোনা, 4টি রুপো এবং 1টি ব্রোঞ্জ রয়েছে ৷ আজ সকালে 10 মিটার প্যারা এয়ার রাইফেল শুটে সোনা জেতেন অবনী লেখারা ৷ তার পর দুপুরে দেবেন্দ্র ঝাঝারিয়া প্যারা জ্যাভলিন থ্রোয়ে রুপো জেতেন ৷ প্যারা জ্যাভলিনে ব্রোঞ্জ জেতেন সুন্দর সিং গুরজর ৷ তার আগে সকালে যোগেশ কাঠুনিয়া ডিসকাস থ্রোয়ে রুপো জেতেন ৷ ভারতীয় প্যারাঅ্যাথলিটদের এই সাফল্যে উচ্ছ্বসীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুমিত আন্তিলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷
টোকিয়ো প্য়ারাঅলিম্পিকসে ভারতীয় অ্যাথলিটদের সোনার দৌড় ৷ গতকাল প্যারা টেবিল টেনিসে ভাবিনাবেন প্যাটেল এবং প্যারা হাইজাম্পে নিষাদ কুমার রুপোর পদক জিতেছিলেন ৷ আর আজকের দিনটাই ভারতের জন্য শুরু হয় সোনা দিয়ে ৷ 10 মিটার প্যারা এয়ার রাইফেলে সোনা জেতেন অবনী লেখারা ৷ তার পর সারাদিনে একের পর এক সাফল্য ভারতীয় অ্যাথলিটদের নামে ৷ শেষ বেলায় ভারতের হয়ে এফ 64 বিভাগে প্যারা জ্যাভলিন দ্বিতীয় সোনার পদক জিতলেন সুমিত আন্তিল ৷ তিনি আজ সর্বোচ্চ 68.55 মিটার থ্রো করে সোনা নিজের নামে করেন ৷
আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : যোগ্যতা নেই, কেড়ে নেওয়া হল বিনোদ কুমারের ব্রোঞ্জ পদক