টোকিয়ো, 24 অগস্ট : আজ থেকে শুরু হচ্ছে টোকিয়ো প্যারাঅলিম্পিকস 2020 (Tokyo Paralympics 2020) ৷ যেখানে ভারতের হয়ে পতাকা বাহক হিসেবে জ্যাভলিন থ্রোয়ার টেকচাঁদ (Tek Chand)-এর নাম ঘোষণা করা হল ৷ দু’বারের সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার থাঙ্গাভেলু মারিয়াপ্পান (Thangavelu Mariappan) প্রথমে ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহনের দায়িত্ব পেয়েছিলেন ৷ কিন্তু, তিনি বর্তমানে টোকিয়োতে গেম ভিলেজের বাইরে কোয়ারেন্টাইনে রয়েছেন ৷ প্রসঙ্গত, টোকিয়ো যাওয়ার পথে বিমানে তাঁর সফর সঙ্গীদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন ৷ জানা গিয়েছেন মারিয়াপ্পান ওই করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন ৷ তার পরেই তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷
তবে, শুধু থাঙ্গাভেলু মারিয়াপ্পান নন, সেই সঙ্গে আরও 5 জন ভারতীয় প্রতিযোগীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷ তাঁদের সবার পরবর্তী কোভিড পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷ প্যারাঅলিম্পিকসে ভারতের ডেপুটি শেফ দ্য মিশন আরহান বাগাতি টুইট করে জানিয়েছেন, ‘‘আমাদের পতাকা বাহক মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং আরও 5 জনকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত ৷ কারণ বিমানে তাঁদের কাছের বসা কেউ একজন করোনা আক্রান্ত হয়েছেন ৷ যদিও, তাঁদের মধ্যে কেউ গত 6 দিনে করোনা আক্রান্ত হননি ৷ টেকচাঁদ আমাদের নতুন পতাকা বাহক ৷ ’’