টোকিয়ো, 24 অগস্ট : জাপানের রাজধানী টোকিয়ো থেকে থেকে মাথা উঁচু করে ফিরেছেন দেশের অলিম্পিয়ানরা ৷ একটি সোনা, দুটি রুপো সহ মোট সাতটি পদক নিয়ে অলিম্পিকসে এবছর সেরা পারফরম্যান্স করেছে ভারতীয় দল ৷ নীরজ চোপড়া, মীরাবাঈ চানুদের পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে এবার প্যারালিম্পিকসের আসরে পদক জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন দেশের প্যারা অ্যাথলিটরা ৷ জাপানের রাজধানীতে প্যারালিম্পিকসের আনুষ্ঠানিক সূচনা আজ ৷ বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান ৷
উদ্বোধনী অনুষ্ঠানের থিম 'উই হ্য়াভ উইঙ্গস' ৷ উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম্যান্সে থিমের ঝলক দেখা যাবে ৷ মোট 75 জন নাচে, গানে স্টেজ মাতাবেন ৷ তার মধ্যে 11 বছরের এক নাবালকও রয়েছে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক রিও-র প্যারালিম্পিকসে হাইজাম্পে সোনাজয়ী অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ তাঁর সঙ্গে মার্চ পাস্টে অংশ নেবেন আরও চারজন প্যারা অ্যাথলিট ৷ থাকবেন বাংলার পাওয়ারলিফটার সাকিনা খাতুন, জয়দীপ এবং বিনোদ কুমার ও টেকচাঁদ ৷ মার্চ পাস্টে অংশ নেবেন ছয়জন আধিকারিক ৷
এবারের প্যারালিম্পিকসে সবচেয়ে বেশি 54 জনের দল পাঠাচ্ছে ভারত ৷ যার মধ্যে 43 জন খেলোয়াড় রয়েছেন ৷ অ্যাথলেটিক্স, সাঁতার, শুটিংয়ের মতো ন‘টি খেলায় গোটা বিশ্বের প্যারা অ্যাথলিটদের সঙ্গে লড়বে ভারতীয় দল ৷ এবারের 54 জনের দলে রয়েছেন দেবেন্দ্র ঝাঁঝারিয়া, একতা ভয়ান, প্রমোদ ভগতের মতো অভিজ্ঞ খেলোয়াড় ৷ প্যারালিম্পিকসে জ্যাভলিনে দু'বারের সোনাজয়ী অ্যাথলিট হলে দেবেন্দ্র ঝাঁঝারিয়া ৷