পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : টেবিল টেনিসে সুখবর, তৃতীয় রাউন্ডে উঠলেন মণিকা বাত্রা - টোকিয়ো অলিম্পিকস

গতকাল মণিকা বাত্রা ও সুতীর্থা মুখোপাধ্যায় টেবিল টেনিস ওমেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছিলেন ৷

Manika Batra
manika batra

By

Published : Jul 25, 2021, 1:33 PM IST

Updated : Jul 25, 2021, 2:28 PM IST

টোকিয়ো, 25 জুলাই : টেবিল টেনিসের মহিলা সিঙ্গলসে জয় মণিকা বাত্রার ৷ মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে আজ মণিকার প্রতিপক্ষ ছিল ইউক্রেনের মারগারইয়াতা পেসোতস্কা ৷ রুদ্ধশ্বাস ম্যাচে প্রতিপক্ষকে 4-3 ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন মণিকা ৷ পিছিয়ে পড়েও অসাধারণ কামব্যাক করেছেন দিল্লির প্যাডলার ৷

সুতীর্থার পর মণিকা ৷ অলিম্পিকসের মঞ্চে ভারতীয় টেবিল টেনিস তারকাদের কামব্যাকের কাহিনিটা লম্বা হচ্ছে ৷ গতকাল প্রথম রাউন্ডের ম্যাচে অসাধারণ কামব্যাক করে ম্যাচ জেতেন বাংলার সুতীর্থা ৷ আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্নায়ুর চাপ ধরে রাখতে সফল হলেন মণিকাও ৷ ভারতীয় প্রতিপক্ষের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিযোগী শুরুটা দারুণ করেছিলেন ৷ প্রথম রাউন্ডে 4-2 গেমে এগিয়ে যান মারগারইয়াতা পেসোতস্কা ৷ মাত্র 5 মিনিটের খেলায় 11-4 ব্যবধানে হারিয়ে দেন মণিকাকে ৷

দ্বিতীয় রাউন্ডটাও ভাল যায়নি মণিকার ৷ ছয় মিনিটের মধ্যে 11-4 ব্যবধানে মণিকাকে হারিয়ে 2-0তে এগিয়ে যান ৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেন মণিকা ৷ ম্যাচে তৃতীয় রাউন্ডে তিনি দারুণ কামব্যাক করে 11-7 ব্যবধানে জয় ছিনিয়ে নেন ৷ চতুর্থ রাউন্ডটাও নিজের নামে করে নেন মণিকা ৷ চতুর্থ রাউন্ড শেষে ম্যাচ 2-2 ফলাফলে এসে দাঁড়ায় ৷ তবে পঞ্চম রাউন্ডে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কামব্যাক করেন মারগারইয়াতা পেসোতস্কা ৷ 11-8 গেমে হেরে হতাশ দেখায় মণিকাকে ৷

আরও পড়ুন : কুস্তিতে এল সোনা, তেরঙ্গা ওড়ালেন প্রিয়া মালিক ; গর্বিত মমতা

তবে হতোদ্যম হয়ে পড়েননি ৷ পঞ্চম রাউন্ডের পর চাপের মুখে এই ভারতীয় প্যাডলার যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছিলেন ৷ 3-2 ব্যবধানে পিছিয়ে থেকে শেষ দুটি গেম জিতে ম্যাচ জিতে যান মণিকা বাত্রা ৷ ম্যাচের ফলাফল 4-11, 4-11, 11-7, 12-10, 8-11, 11-5, 11-7 ৷ তাঁকে ঘিরে পদকের আশায় দেশবাসী ৷

Last Updated : Jul 25, 2021, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details