টোকিয়ো , 4 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে রেসলিংয়ে 57 কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছালেন ভারতীয় রেসলার রবি দাহিয়া ৷ কোয়ার্টার ফাইনালে হারালেন বুলগেরিয়ার জর্জি ভানগেলভকে ৷
বুলগেরিয়ান প্রতিযোগীকে হারালেন 14-4 ব্যবধানে ৷ 2016 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী জর্জি ভানগেলভ ছিলেন দুরন্ত ফর্মে ৷ কিন্তু দাহিয়ার সামনে দাঁড়াতে পারেননি তিনি ৷ এর আগে প্রি-কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার প্রতিযোগীকে হারান ভারতীয় রেসলার ৷ রাউন্ড অফ 16 বাউটে হারালেন কলম্বিয়ার এদুয়ার্দো টিগ্রেরসকে ৷