পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India Women's Hockey: মোদির ফোন পেয়ে কেঁদে ফেলল মহিলা হকি দল, সান্ত্বনায় শাহরুখও

অলিম্পিকস (Tokyo Olympics) থেকে পদক হাতছাড়া হওয়ার পর ভারতীয় মহিলা হকি দলকে (India Women's Hockey Team) ফোন করে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ তাঁর সঙ্গে কথা বলার সময় খেলোয়াড়রা কান্নায় ভেঙে পড়লে মোদি বলেন, তোমরা দেশকে গর্বিত করেছো ৷ মহিলা হকি দলকে কুর্নিশ জানিয়েছেন শাহরুখ খানও (Shahrukh Khan)৷

tokyo-olympics PM Narendra Modi dials India women's hockey team-shahrukh khan also consoles them
মোদির ফোন পেয়ে কেঁদে ফেললেন মহিলা হকি খেলোয়াড়রা, শান্তনায় শাহরুখও

By

Published : Aug 6, 2021, 4:47 PM IST

Updated : Aug 6, 2021, 6:01 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: পদক হাতছাড়া হয়েছে ৷ ব্রোঞ্জ দখলের ম্যাচে পরাজিত হওয়ায় চতুর্থ স্থানে থেকেই এ বারের মতো অলিম্পিকস (Tokyo Olympics) সফর শেষ করতে হয়েছে ভারতীয় মহিলা হকি দলকে (India Women's Hockey Team) ৷ 2016 রিও অলিম্পিকসে সোনাজয়ী গ্রেট ব্রিটেনের কাছে 3-4 গোলে হেরে যায় তারা ৷ যদিও তাতে এতটুকুও কমে যায়নি তাদের কৃতিত্ব ৷ মেয়েদের হকিতে 41 বছর পর অলিম্পিকসে চতুর্থ স্থান নিজেদের দখলে রেখেছে ভারত ৷ তাই দেশবাসীর চোখে তারাই চ্যাম্পিয়ন ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তাঁদের ফোন করে বলেছেন, গোটা দেশ তাঁদের জন্য গর্বিত ৷ টুইট করেছেন বড় পর্দায় মহিলা হকি দলের কোচ শাহরুখ খানও (Shahrukh Khan) ৷ তাঁর মতে, দেশকে বিরাট জয় এনে দিয়েছে ভারতীয় মহিলা হকি দল ৷

গোটা অলিম্পিকসেই দুরন্ত খেলে পদক জয়ের আশা জাগিয়েছিলেন মহিলা হকি খেলোয়াড়রা ৷ তবে ইতিহাস আর গড়া হয়নি রানি রামপালদের ৷ ছেলেরা পারলেও দেশের মহিলা হকি দলকে পদকের খুব কাছাকাছি গিয়েও খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে ৷ গ্রেট ব্রিটেনের কাছে 3-4 গোলে হেরে অলিম্পিকসে পদক জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয় তাদের ৷ গোটা ম্যাচ জুড়ে ভাল খেলেন দেশের মেয়েরা ৷ কিন্তু শেষ কোয়ার্টারে পিছিয়ে পড়ে ম্যাচ খোয়াতে হয় ভারতকে ৷

মোদির ফোন পেয়ে কেঁদে ফেললেন মহিলা হকি খেলোয়াড়রা, শান্তনায় শাহরুখও

আরও পড়ুন:ইতিহাস গড়া হল না, ব্রিটিশদের বিরুদ্ধে হার রানিদের

হারের পরই কান্নায় ভেঙে পড়েন সবিতা পুনিয়া, গুরজিত কউররা ৷ তবে তাঁদের ফোন করে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি ফোন করে মহিলা হকি দলকে বলেছেন, "তোমাদের কঠোর শ্রম হয়তো পদক এনে দিতে পারেনি, তবে এটা কোটি কোটি ভারতীয় মহিলাকে উদ্বুদ্ধ করেছে ৷ এ জন্য খেলোয়াড় ও কোচদের অভিনন্দন জানাই ৷" মোদির সঙ্গে কথা বলতে বলেও গলা কেঁপে ওঠে খেলোয়াড়দের ৷

আরও পড়ুন:নির্লজ্জ ! জিততে না পেরে রবির হাতে মরণ কামড়, ধুয়ে দিলেন নেটিজেনরা

নভনীত কউরের শারীরিক অবস্থারও খোঁজ নেন মোদি ৷ অধিনায়ক রানি রামপাল জানান, নভনীতের চোখের কাছে চারটে সেলাই পড়েছে ৷ প্রধানমন্ত্রী তখন বলেন, "আশা করি ও এখন ভালো আছে ৷ বন্দনা সত্যি খুব ভালো খেলেছেন ৷ সবিতা দারুণ ৷ অনুগ্রহ করে কেঁদো না ৷ আমি শুনতে পাচ্ছি ৷ গোটা দেশ তোমাদের জন্য গর্বিত ৷ তোমাদের প্রচেষ্টার জন্য কয়েক দশক পর ভারতীয় হকি আলোচনায় এসেছে ৷"

এর আগে, পুরুষদের ভারতীয় হকি দলকেও ফোন করে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন :Women's Hockey : লজ্জা ! জাতের দোহাই দিয়ে বন্দনা কাটারিয়ার পরিবারকে হেনস্থা

অপরদিকে, ভারতীয় মহিলা হকি দলকে কুর্নিশ জানিয়েছেন চক দে অভিনেতা শাহরুখ খানও ৷ তিনি টুইটে খেলোয়াড়দের সান্ত্বনা দিয়ে লিখেছেন, "মন ভেঙে গেল ! তবে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সব কারণ উপস্থিত ৷ ভারতীয় মহিলা হকি দল, দারুণ খেলেছ ৷ তোমরা সবাই ভারতকে অনুপ্রাণিত করেছ ৷ এটাই একটা জয় ৷"

ভারতীয় মহিলা দল সেমিফাইনালে ওঠার পর তাদের উদ্বুদ্ধ করতে চক দে ইন্ডিয়া লিখে টুইট করেছিলেন বলিউডের বাদশা ৷

Last Updated : Aug 6, 2021, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details