টোকিয়ো, 29 জুলাই : নিজের অভিষেক অলিম্পিকসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ভারতীয় বক্সার সতীশ কুমার ৷ 91 কেজি বিভাগে নিজের ওপেনিং বাউটে হারালেন জামাইকান প্রতিযোগী রিকার্ডো ব্রাউনকে ৷
দুই অভিষেককারীর যুদ্ধে সতীশ 4-1 ব্যবধানে ম্যাচ জিতে নেন ৷ ব্রাউনের খারাপ ফুট ওয়ার্কের সুযোগ নেনে দু’বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী সতীশ ৷