টোকিয়ো, 25 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের নৌকা বাইচে বড় সাফল্য ভারতের ৷ লাইট ওয়েট ডবল স্কালসের সেমিফাইনালে পৌঁছালেন ভারতীয় জুটি অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং ৷ আগামী 27 জুলাই সেমিফাইনালের খেলা হবে ৷ অর্থাৎ পদকের কাছে পৌঁছে গেলেন ভারতীয় জুটি ৷
নৌকা বাইচ সম্পন্ন করতে ভারতীয় জুটি অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং সময় নিলেন 6 মিনিট 51 সেকেন্ড 36 মাইক্রোসেকেন্ড ৷ তালিকায় তৃতীয় স্থানে শেষ করেন তাঁরা ৷