কলকাতা, 2 অগস্ট : পর্দার কাহিনি নেমে এসেছে বাস্তবে ৷ 14 বছর আগের 'চক দে ! ইন্ডিয়া' সিনেমার ক্রিপ্টের সঙ্গে যেন মিলে যাচ্ছে হুবহু ৷ অলিম্পিকসের মঞ্চে দেশের মহিলা হকি দলের সাফল্য বারবার চক দে-র কথা মনে করিয়ে দিয়েছে ৷ কোচ জেরার্ড মারিনে-কে সিনেমার কবীর খানের সঙ্গে তুলনা শুরু করেছে নেটিজেনরা ৷ আর এসবের মধ্যে বাস্তবের 'কবীর খান' মীর রঞ্জন নেগির প্রতিক্রিয়া কী ? কলকাতা থেকে ফোনে ধরা হয়েছিল প্রাক্তন জাতীয় কোচকে ৷ উচ্ছ্বসিত মীর রঞ্জন বলছেন, খেলা দেখতে গিয়ে মনে হচ্ছিল পর্দার ছবিটা বাস্তবে নেমে এসেছে ৷
'চক দে ! ইন্ডিয়া' ছবিতে কোচ কবীর খান ভারতীয় মহিলা হকি দলকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথ দেখিয়েছিলেন । কোচের চেয়ারে বসে সেরা হওয়ার রেসিপি তৈরি করেছিলেন । ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাই ভেঙে জয় এবং তারপর কোচ কবীর খানের প্রতিক্রিয়া সিনেমা প্রেমীদের মনে গেঁথে রয়েছে । কোচের চরিত্রে দুরন্ত অভিনয় করেছিলেন শাহরুখ খান । ভারতীয় হকি দলের প্রাক্তন তারকা মীর রঞ্জন নেগির জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল ছবিটি ৷ অলিম্পিকসের মঞ্চে ভারতীয় মহিলা হকি দলের প্রথমবার সেমিফাইনালে পৌঁছাতে দেখে রোমাঞ্চিত মীর রঞ্জন ।
ফোনের ওপার থেকে বললেন, "পর্দার ছবির বাস্তবায়ন দেখলাম । মাঠে চক দে হল । সিনেমায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন হওয়ার করা বলা হয়েছিল । এখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছাল । সত্যিই এই অভিজ্ঞতার কোনও বিশেষণ হয় না । দলের প্রতিটি খেলোয়াড় নিজেকে নিংড়ে দিয়েছে । সামর্থের একশো শতাংশের বেশি দিয়েছে বলেই ওরা আজ এই সাফল্য পেয়েছে ।"
শুনুন মীর রঞ্জন নেগির বক্তব্য অস্ট্রেলিয়ার বিরাট চেহারার খেলোয়াড়দের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই ৷ মাঠ এবং মাঠের বাইরে রানি রামপালের নেতৃত্ব পুরো দলকে এগিয়ে নিয়ে গিয়েছে । দেশের মহিলা হকি দলকে এখসময় কোচিং করিয়েছেন মীর রঞ্জন নেগি ৷ বলছেন, "আমি এই দলটির সঙ্গে একসময় যুক্ত ছিলাম ভেবেই গর্ব হচ্ছে ৷" একটু থেমে তিনি যোগ করলেন, "অলিম্পিকসে এখনও অবধি যে কয়টি পদক এসেছে তা সবই মেয়েদের হাত ধরে । দেশের নারীশক্তির বিকাশের ছবি সামনে প্রকাশ হচ্ছে । দুর্গা, কালীর রূপ ধারণ করে মেয়েরা টোকিয়োতে আবির্ভূত হয়েছেন । এই সাফল্য দেশের মেয়েদের এগিয়ে যাওয়ার ছবি ।"
আরও পড়ুন : Tokyo Olympics : হকিতে ইতিহাস, তিনবারের অলিম্পিকস চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে দেশের মেয়েরা
অলিম্পিকসে ভারতীয় হকি দলকে ঘিরে প্রত্যাশা ছিল না মীর রঞ্জন নেগির ৷ সেই পুরুষ এবং মহিলা উভয় হকি দলই এখন পদকের বৃত্তে । পুরুষ দলের গোলরক্ষক শ্রীজেসের গোলরক্ষার ভূয়সী প্রশংসা ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষকের গলায় । নিজে গোলরক্ষক ছিলেন বলেই জানেন কাজটা কতটা কঠিন । আজ ভারতীয় মহিলা দলের গোলরক্ষককে দেখেও চমকে গিয়েছেন । বললেন, "শ্রীজেস শেষ ম্যাচে অনবদ্য খেলেছে । মেয়েদের দলের গোলরক্ষক অসাধারণ, দুর্ভেদ্য হয়ে উঠেছিল । আজ মেয়েরা যা খেলেছে তা যদি আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ চারের ম্যাচে ধরে রাখতে পারে তাহলে ইতিহাস আরও উজ্বল হবে ৷"
সেমিফাইনালের আগে একজন খেলোয়াড় ও কোচ হিসেবে কী বার্তা দিতে চাইবেন ? মীর রঞ্জন নেগির কথায়, "ছেলেদের দলে অনেকেরই শেষ অলিম্পিকস । তাই শেষ সুযোগে উজাড় করে দিক ওরা । মেয়েদের জন্য একইভাবে উজাড় করে দেওয়ার কথা বলব । ওদের হারানোর কিছু নেই । পাওয়ার অনেক কিছু রয়েছে । আর প্রতিপক্ষ যে দলেরই হোক না কেন লড়াই শূন্য থেকে শুরু হবে । তাই মাঠে নিজেদের নিংড়ে দাও ৷ এটাই বলব ।"