টোকিয়ো, 5 অগস্ট : টোকিয়োয় সোনা জয়ের স্বপ্ন পূরণ হল না ভিনেশ ফোগটের ৷ কোয়ার্টার ফাইনালে বেলারুসের ভানেসা কালাদজিনস্কায়ার কাছে হেরে গেলেন তিনি ৷ সেমিফাইনালে উঠতে না পারায় সোনা রুপোর দৌড় থেকে ছিটকে গেলেন ৷ রিও অলিম্পিকসের ব্রোঞ্জ জয়ী সোফিয়া ম্যাটসসনকে হারিয়ে 53 কেজি ফ্রিস্টাইল কুস্তির কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিলেন ভিনেশ ৷ কিন্তু বেলারুসের প্রতিপক্ষের বিরুদ্ধে তেমন লড়াই দিতে পারলেন না ৷ হারলেন 9-3 ব্যবধানে ৷
টুইটারের বায়োতে বড়বড় করে লেখা, 'স্বপ্ন নিয়ে বাঁচি ৷ টোকিয়ো অলিম্পিকসে সোনা জেতাই লক্ষ্য ৷' সেটাকে লক্ষ্য করেই এগিয়েছেন ৷ রিও অলিম্পিকসে মারাত্মক চোট নিয়ে চোখের জলে ম্যাট ছেড়েছিলেন ৷ সেখান থেকে ফিরে আসাটাই ছিল প্রশ্ন চিহ্নের মুখে ৷ কিন্তু বিখ্যাত ফোগট পরিবারের মেয়ে হার মানেননি ৷ চোট সারিয়ে ফিরে এসেছেন ৷ 2018 জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতে প্রত্যাশাটা বাড়িয়ে দিয়েছিলেন ৷ ভিনেশের নিজের উপরও ভরসা ছিল অগাধ ৷ কিন্তু সব স্বপ্ন সফল হয় না ৷ টোকিয়ো অলিম্পিকসে সোনা জেতার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ তবে ব্রোঞ্জ জেতার সুযোগ রয়েছে ভিনেশের সামনে ৷